কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও

ম্যাচ জয়ের আনন্দ তো মেলেইনি, উল্টো সঙ্গী হয়েছে রাজ্যের হতাশা। এরপরও এমন পরিমাণ অর্থ পুরস্কার যেকোনো দলের জন্য নিশ্চিতভাবেই 'বোনাস।' সোয়া তিন কোটি টাকা নিশ্চয়ই কম নয়, এমনকি বাংলাদেশের অর্থ পুরস্কারের পরিমাণ আরও বাড়তে পারে। হতাশার চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে বাংলাদেশের প্রাপ্তি বলতে এতোটুকুই।
'এ' গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ ছিল ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। চরম ব্যাটিং ব্যর্থতায় ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়, দুই দলই পায় এক পয়েন্ট করে।
টানা দুই হারে বাংলাদেশের বিদায়ের দিন স্বাগতিক পাকিস্তানও আসর থেকে ছিটকে যায়। বাংলাদেশের মতো তারাও নিজেদের প্রথম দুই ম্যাচে হারে। দুই হার শেষে বোনাস হিসেবে মেলে এক পয়েন্ট, বাংলাদেশ-পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি সফর শেষ হয় এক বিন্দুতেই।
তবে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। রান রেটে এগিয়ে থাকায় 'এ' গ্রুপের তিন নম্বর দল হিসেবে আসর শেষ করেছে বাংলাদেশ, পাকিস্তান শেষ দল। এই মুহূর্তে আসরের সপ্তম দল বাংলাদেশ। এতেই বাংলাদেশের ঝুলিতে উঠবে প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা। সপ্তম দল হওয়ার পুরস্কার ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজারেরও বেশি। এ ছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়া বাবদ মিলবে প্রায় ১ কোটি ৫১ লাখ ৪ হাজার।
এই অর্থ পুরস্কার আরও বাড়তেও পারে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ হওয়ারও সুযোগ আছে বাংলাদেশের। টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া ইংল্যান্ডের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ১ মার্চ অনুষ্ঠেয় ম্যাচে ইংল্যান্ড হারলে তারা আসরের অষ্টম দল হবে, বাংলাদেশ হবে ষষ্ঠ। আর ষষ্ঠ দলের পুরস্কার ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা। ইংল্যান্ড হেরে গেলে কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাবে ৫ কোটি ৭৩ লাখ ৯২ হাজার টাকা।