৩০০ বলের মধ্যে ১৮১ ডট, বাংলাদেশের সংগ্রহ ২৩৬

শুরুটা মন্দ ছিল না, উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনে ভালোই করছিল বাংলাদেশ। এই জুটি ভাঙার পরের দুই জুটিতেও রান তোলার গতি ঠিকই ছিল। কিন্তু মাইকেল ব্রেসওয়েলের ছোবলে মাঝে এলোমেলো অবস্থা। উইকেট হারাতে থাকে বাংলাদেশ, অবিশ্বাস্যভাবে রান তোলার গতি কমে আসে। অহেতুক শটে সিনিয়র ব্যাটসম্যানদের উইকেট উপহার আরও বিপদ বাড়ায় বাংলাদেশের। এর মাঝেই হাল ধরে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেকটা সময় লড়াই চালান। সঙ্গে জাকের আলীর দারুণ লড়াই ও রিশাদ হোসেনের ছোট কিন্তু কার্যকরী ইনিংসে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ।
সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে ২৩৬ রান তুলেছে বাংলাদেশ। শুরুর গতিতে থাকলে এই সংগ্রহ ৩০০ ছাড়িয়ে যেতে পারতো। কিন্তু উইকেট হারানোর চাপ সামলাতে গিয়ে প্রচুর ডট খেলেছে বাংলাদেশ। ৩০০ বলের মধ্যে ১৮১টি বল ডট দেয় বাংলাদেশ। অর্থাৎ, অর্ধেকেরও অনেক বেশি বল ডট গেছে। ১১৯ বলে ২৩৬ রান তুলেছে বাংলাদেশ। এই রানও সম্ভব ছিল না, যদি কিনা জাকের আলীর ব্যাট থেকে এমন একটি ইনিংস না আসতো। আগের ম্যাচেও বিপর্যয়ে দলের কাণ্ডারী হয়ে ওঠেন জাকের, করেন হাফ সেঞ্চুরি।
আজকের ম্যাচে একাদশে জায়গা হারান সৌম্য সরকার। তার অনুস্থিতিতে উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনতে হয় বাংলাদেশকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেন করেন শান্ত। তানজিদ শুরু থেকেই দাপট দেখিয়ে ব্যাটিং করতে থাকেন, তবে শান্ত ছিলেন ধীর-স্থির। এ জুটি ৮.২ ওভারে ৪৫ রান যোগ করে। ২৪ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৪ রান করে ব্রেসওয়েলের প্রথম শিকারে পরিণত হন তিনি। এরপর উইকেটে যাওয়া মেহেদী হাসান মিরাজকে সাবলীল দেখালেও ইনিংস বড় করতে পারেননি তিনি, ১৪ বলে একটি করে চার ও ছক্কায় ১৩ রান করে আউট হন এই অলরাউন্ডার।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহিদ হৃদয় আজ কিছু করতে পারেননি, টাইমিং করতে ভুগতে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান ফেরেন দলীয় ৯৭ রানে। ২৪ বলে ৭ রান করেন তিনি। দলের দুঃসময়ে দৃষ্টিকটুভাবে আউট হন মুশফিকর রহিম। ১০৬ রানের মাথায় তেড়েফুঁরে খেলতে গিয়ে নিজের উইকেটটি উপহার হিসেবে দিয়ে আসেন ৫ বলে ২ রান করা অভিজ্ঞ এই ব্যাটসম্যান। এখান থেকেই রানের গতি কমার শুরু। দলীয় ১১৮ রানে অহেতুক শট খেলে মাহমুদউল্লাহ রিয়াদ ফিরলে আর চাপে পড়া বাংলাদেশ রান তুলতে ভুগতে শুরু করে।
এতো বিপর্যয়ের মাঝেও একটা পাশ আগলে রাখেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের পর জাকেরের সঙ্গে জুটি গড়েন তিনি। ষষ্ঠ উইকেটে এ দুজন ৬৭ বলে ৪৫ রান যোগ করেন। যা যৌথভাবে বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রানের জুটি, উদ্বোধনী জুটি থেকেও আসে সমপরিমাণ রান। শান্তর বিদায়ে ভাঙে এই জুটি। ওয়ানডের দশম হাফ সেঞ্চুরির দেখা পাওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান ১১০ বলে ৯টি চারে ইনিংসসেরা ৭৭ রান করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে এটা সর্বোচ্চ রানের ইনিংস, এর আগে কোনো অধিনায়ক হাফ সেঞ্চুরি করতে পারেননি।
পরের জুটিতে ৩৫ বলে ৩৩ রান যোগ করেন জাকের ও রিশাদ হোসেন। ২৫ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৬ রান করেন রিশাদ, যা বাংলাদেশের ইনিংসের তৃতীয় সর্বোচ্চ। ৪৯তম ওভার পর্যন্ত লড়া জাকের রান আউটে কাটা পড়ার আগে ৫৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় করেন ৪৫ রান। ডানহাতি পেসার তাসকিন আহমেদ ২০ বলে একটি চারে ১০ রান করেন। বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগানো ব্রেসওয়েল ১০ ওভারে ২৬ রানে ৪টি উইকেট নেন। যা তার ক্যারিয়ার সেরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের স্পিনারদের মধ্যেও এটা সেরা বোলিং। উইল ও'রোক ২টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন একটি করে উইকেট নেন।