ঢাকায় ৩ অক্টোবর শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০১৪ সালে প্রথমবারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয় বাংলাদেশ। ১০ বছর পর আবারও আসরটি আয়োজন করতে যাচ্ছে তারা। আগামী অক্টোবরে ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত আসরটি। ৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। একই দিনে মিরপুরে ম্যাচ খেলবে বাংলাদেশ, স্বাগতিকদের প্রতিপক্ষ বাছাই পর্ব পেরিয়ে আসা দল।
রোববার ঢাকার একটি হোটেল মেয়েদের বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি। ঘরের মাঠের বিশ্ব আসরে বাংলাদেশ 'বি' গ্রুপে আছে। গ্রুপটির বাকি দলগুলো হচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব উতরে আসা একটি দল। 'বি' গ্রুপের ম্যাচগুলো হবে মিরপুরে।
'এ' গ্রুপে আছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। এই গ্রুপের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১০ দলের বিশ্বকাপে দুই গ্রুপের আটটি দল চূড়ান্ত। বাকি দুই দল বাছাই পর্ব পেরিয়ে আসবে।
সব মিলিয়ে মেয়েদের বিশ্বকাপে ২৩টি ম্যাচ হবে। গ্রুপপর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে শেষ চারে। সিলেটে প্রথম সেমি-ফাইনাল হবে ১৭ অক্টোবর। মিরপুরে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমি-ফাইনাল। ৩ অক্টোবর শুরু হয়ে আসরটির পর্দা নামবে ২০ অক্টোবর, এদিন মিরপুরে ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমি-ফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকবে।
উদ্বোধনী দিনে মাঠে নামতে যাওয়া বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ৫ অক্টোবর, মিরপুরে এদিন তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১২ অক্টোর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে স্বাগতিকরা। বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই মিরপুরে খেলবে।
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
৩ অক্টোবর: বাংলাদেশ-কোয়ালিফায়ার-২, ঢাকা
৫ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড, ঢাকা
৯ অক্টোবর: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, ঢাকা
১২ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, ঢাকা