হেরেই চলেছে মাশরাফির সিলেট

বিপিএলে হেরেই চলেছে মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স। তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে দলটি। সিলেটের মাঠও পারেনি তাদের ভাগ্য বদলাতে। কুমিল্লার কাছে ৫২ রানে হেরেছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেটকে টানা তৃতীয় হারের স্বাদ দেওয়া বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছে এবারের বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা। সব ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে মাশরাফির সিলেট।
কুমিল্লার দেওয়া ১৩১ রানের লক্ষ্যে পৌঁছানো তো দূরের কথা, ধারেকাছেও যেতে পারেনি সিলেট। ব্যাটিং ধ্বসে তারা গুটিয়ে গেছে মাত্র ৭৮ রানে। এক জাকির হাসান ৩৪ বলে ৪১ রান করলেও তা সিলেটের কোনো কাজে আসেনি। কুমিল্লার আলিস ইসলাম ১৭ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাট করে ১৩০ রান তুলতে পারে কুমিল্লা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন ইমরুল কায়েস, ২৯ রান এসেছে জাকের আলীর ব্যাট থেকে। সিলেটের সামিত প্যাটেল ১৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট।