হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কার বিশ্বকাপ দল

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে লঙ্কানরা।
এশিয়া কাপের আগে চোট পেয়েছিলেন হাসারাঙ্গা। পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন সময় আবারও চোটে আক্রান্ত হয়েছেন তিনি।
তাই নিজেদের অন্যতম ভরসার জায়গা হাসারাঙ্গাকে ছাড়াই ভারত বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা। ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে সেরে উঠতে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ–অধিনায়ক), কুশল পেরেরা, পাতুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, মহীশ তিকশানা, দুনিত ভেল্লালাগে, কাসুন রাজিতা, মাতিশা পাতিরানা, লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।
রিজার্ভ : চামিকা করুণারত্নে।