দেশের প্রথম ‘ভয়েস ওভার ওয়াই-ফাই’ সেবা চালু করল বাংলালিংক

দেশে প্রথমবারের মতো 'ভয়েস ওভার ওয়াই-ফাই' সেবা চালু করেছে বাংলালিংক, যার মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাই ব্যবহার করে কল করতে পারবেন।
এই সেবার ফলে গ্রাহকরা দুর্বল বা মোবাইল নেটওয়ার্কবিহীন এলাকায় ওয়াই-ফাই সংযোগ থাকলেই কল করতে পারবেন বলে আজ (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানায় টেলিকম অপারেটরটি।
বিবৃতিতে আরও জানানো হয়, ভয়েস ওভার ওয়াই-ফাই সেবায় নিয়মিত মোবাইল কলের সমানই খরচ হবে, অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য হবে না।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে বলেন, 'ভিও-ওয়াই-ফাই গ্রাহকদের জন্য আরও সহজ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করবে। এতে তারা যেখানেই থাকুন না কেন নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন।'
তিনি আরও বলেন, 'এই মাইলফলকটি মানুষের বাস্তব চাহিদা পূরণ করে এবং বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতকে সমর্থন করে এমন প্রযুক্তি সরবরাহের জন্য আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে। এই সেবা চালুর ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীদারদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।'
টেলিকম নিয়ন্ত্রকের অনুমোদন পাওয়ার পর নির্বাচিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বে ঢাকা ও চট্টগ্রামে পাইলট প্রকল্প আকারে এই সেবা চালু করা হয়েছে।
বাংলালিংক জানিয়েছে, ধাপে ধাপে সারাদেশে এই সেবা চালু করার পরিকল্পনা রয়েছে তাদের।