শান্তর নেতৃত্বে শেষ ওয়ানডের স্কোয়াডে ফিরলেন মুশফিক, মিরাজ, তাসকিন

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি পরীক্ষা-নিরীক্ষার হিসেবে নেয় বাংলাদেশ। এ কারণেই একাদশে নিয়মিত বেশ কয়েকজন সদস্যকে বিশ্রাম দিয়ে অন্যদের নিয়ে গড়া হয় দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচের পর পারফরম্যান্স বিবেচনায় কয়েকটি জায়গা চূড়ান্ত করে বিশ্বকাপের দল ঘোষণা করার কথা বিসিবির। সেই কাজটি হয়ে যাওয়ায় তৃতীয় ওয়ানডের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন কুমার দাস ও তামিম ইকবালকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিউইদের বিপক্ষে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা সিরিজের তৃতীয় ওয়ানডেতে নেতৃত্ব দেবেন নাজমুল হাসান শান্ত। চোটের কারণে এশিয়া কাপ ছেড়ে দেশে ফেরা বাঁহাতি এই ব্যাটসম্যান প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন না।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানসহ মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সাকিব বিশ্রামেই থাকছেন, তবে স্কোয়াডে ফেরানো হয়েছে মুশফিক, তাসকিন, শরিফুলদের। এই তিন ক্রিকেটারেরই তৃতীয় ওয়ানডে খেলার কথা।
রান খরায় থাকা লিটনকে বিশ্রাম দেওয়া হলেও একপ্রকার বাধ্য হয়ে তামিমকে তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ দিতে হয়েছে। ৮৬ রানে হার মানা দ্বিতীয় ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলেন তামিম। এই ইনিংসে আত্মবিশ্বাস ফিরলেও পিঠের ব্যথার অস্বস্তি যায়নি তার। ম্যাচের পর বাঁহাতি এই ওপেনার জানান, অস্বস্তি নিয়েই ব্যাটিং করেছেন। বিষয়টি মেডিকেল বিভাগকে জানানোর পরে তাকে নিয়ে আর ঝুঁকি নেওয়া হয়নি।
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।