'সামনের দলবদলে নতুন রূপে ফিরবে লিভারপুল'

গত মৌসুমেও যে দল কিনা লড়াই করেছে চারটি শিরোপা জেতার জন্য, সেই একই দল এবার খাবি খাচ্ছে নিজেদেরকে লিগ টেবিলের শীর্ষ চারে রাখতে। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় প্রায় নিশ্চিত লিভারপুলের। কিন্তু এক মৌসুমের মধ্যেই কীভাবে বদলে গেল দৃশ্যপট?
গত মৌসুমে ইংলিশ লিগ কাপ এবং এফএ কাপের শিরোপা জিতেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে হয়েছে রানার্সআপ, প্রিমিয়ার লিগে মাত্র এক পয়েন্টের ব্যবধানে সিটির কাছে শিরোপা হারিয়েছে জুর্গেন ক্লপের দল।
সেই লিভারপুলই এবার লিগ কাপ এবং এফএ কাপ থেকে বিদায় নিয়েছে অনেক আগেই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ঘরের মাঠে বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে। লিগের ২৩ ম্যাচ শেষে অলরেডরা আছে ৮ নম্বরে।
পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ খেলা এখন শঙ্কায় লিভারপুলের। এমন অবস্থায় দলকে আবারো নতুন করে গোছানোর কথা বলছেন অনেকে। চোট সমস্যায় এই মৌসুমে লিভারপুল দলে পায়নি অনেক তারকা খেলোয়াড়কে। বিশেষ করে মাঝমাঠে লিভারপুলের অবস্থা একটু বেশিই করুণ।
সামনের গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুলের স্কোয়াড ঢেলে সাজানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন ক্লপ, 'আমরা গ্রীষ্মের দলবদলে মাঠে নামবো। আমাদের নতুন খেলোয়াড় দরকার। এবং বেশ কয়েকজনকেই আমরা দলে নেওয়ার চেষ্টা করব।'
লিভারপুলের মূল লক্ষ্য বর্তমানে বরুশিয়া ডর্টমুন্ডে খেলা তরুণ ইংলিশ সেনসেশন জুড বেলিংহাম। ২০ বছর বয়সী এই মাঝমাঠের তারকাকে দলে পেতে ১২০ মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে। নিজেদের শক্তিমত্তা বৃদ্ধিতে সেটি করতেও নাকি রাজি ক্লপ।
উল্লেখ্য, জার্মান এই কোচের অধীনে প্রায় ৮ বছর ধরে খেলছে লিভারপুল। এর মধ্যে তারা জিতেছে সম্ভাব্য সব শিরোপা। বেশ কয়েকবার শিরোপা জেতার কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে তাদের। তাই এই মৌসুমের ব্যর্থতা ভুলে ক্লপকেই যোগ্য নেতা মনে করছে ক্লাবের মালিকপক্ষ।
ক্লপকে সব ধরণের সহযোগিতা করার মাধ্যমে লিভারপুলকে আবারো শিরোপাজয়ী দলে রূপান্তরিত করার আশ্বাস দিয়েছেন ক্লাবের মালিক জন হেনরি।