অ্যানফিল্ডে রিয়ালের গোল উৎসব, বিধ্বস্ত লিভারপুল

ইউরোপিয়ান ফুটবলে নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের দুর্দান্ত সব জয়ের উপাখ্যান লেখা হয়েছে। এই রিয়াল মাদ্রিদের বিপক্ষেই আছে ৪-০ গোলের অসাধারণ জয়। কিন্তু এবার আর সেই সুযোগ দেয়নি চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। লিভারপুলের দুর্গেই তাদেরকে ৫-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়েই রাখল লস ব্লাঙ্কোসরা।
ঘরোয়া লিগে লিভারপুলের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ফর্ম খুঁজে পাওয়ার সুযোগ ছিল জুর্গেন ক্লপের দলের সামনে। অ্যানফিল্ডের দর্শরাও ছিলেন অলরেডদের পক্ষেই।
সেই সুযোগকে কাজে লাগিয়ে মাত্র ৪ মিনিটেই সালাহর ক্রস থেকে ফ্লিক করে রিয়াল গোলরক্ষক কর্তোয়াকে পরাস্ত করেন নুনেজ। ১৫ মিনিটে কর্তোয়া যা করলেন, তা তিনি ভুলে যেতেই চাইবেন। বল রিসিভ করে পাস দিতে গিয়ে গড়বড় করেন এই বেলজিয়ান, সুযোগ লুফে নেন সালাহ। ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।
তখন মনে হচ্ছিল রিয়ালকে ফিরতে হতে পারে লজ্জাজনক পরাজয় নিয়ে। কিন্তু তারা যে রিয়াল মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগের রাজা, সেটি মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন ভিনিশিয়ুস জুনিয়র। ২১ মিনিটে দুর্দান্ত এক শটে স্বদেশী গোলরক্ষক অ্যালিসনকে হার মানান তিনি। এরপর অ্যালিসনও কর্তোয়ার দেখানো পথ অনুসরণ করে গোল মুখে তুলে দেন ভিনিশিয়ুসের।
প্রথমার্ধ ২-২ গোলের সমতাতে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে এগিয়ে দেন মিলিতাও। ২-০ গোলে পিছিয়ে থাকা থেকে ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আনচেলত্তির দল। দৃশ্যপটে হাজির হোন করিম বেনজেমা।
৫৫ এবং ৬৭ মিনিটে এই ফরাসি তারকার দুই গোল লিভারপুলের ম্যাচে ফেরার সব সুযোগ শেষ করে দেয়। ৫-২ গোলের এক স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
ফিরতি লেগে পাহাড় টপকাতে হবে লিভারপুলকে। বার্নাব্যুতে যা আপাতদৃষ্টিতে অসম্ভবই। তাই রিয়ালের কোয়ার্টার-ফাইনালে যাওয়াও অনেকটাই নিশ্চিত।