যে ভুলের জন্য মেন্ডেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো রোনালদোর
ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে ছিলেন হোর্হে মেন্ডেস। কাজে এজেন্ট হলেও রোনালদোর সাথে মেন্ডেসের সম্পর্ক ছিলো বন্ধুর মতোই। যখন যেখানে গিয়েছেন সিআর সেভেন, ছায়ার মতো পাশেই থেকেছেন পর্তুগিজ এই সুপার এজেন্ট।
কিন্তু এখন আর সেই সম্পর্ক নেই দুজনের মধ্যে। পথ আলাদা হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদোর বেরিয়ে আসার মধ্য দিয়ে মেন্ডেসের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়েছে তার।
এমনই তিক্ত অবস্থায় পৌঁছেছিল রোনালদো-মেন্ডেসের সম্পর্ক, শেষ পর্যন্ত আল-নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তির সব আনুষ্ঠানিকতা সারতে হয়েছে তৃতীয় পক্ষের মাধ্যমে। মেন্ডেস কোনো ধরনের সাহায্য করেননি পর্তুগিজ তারকাকে।
মেন্ডেসের ওপর রোনালদোর অভিযোগ ছিলো, তিনি কোনো ক্লাব খুঁজে দিতে পারছেন না। এদিকে রোনালদোকে নিতে চাচ্ছিল না কোনো ইউরোপিয়ান ক্লাব। আর এজন্যই মেন্ডেসকে দায়ী করেন সিআর সেভেন।
দুজনের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি ঘটে পিয়ার্স মরগানকে রোনালদো সেই বিস্ফোরক সাক্ষাৎকারটি দেওয়ার পরপরই।
