সাকিবকে সবরকম সহযোগিতা দেবে বিসিবি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে ১৮ মাসের জন্য আইসিসি নিষিদ্ধ করতে পারে; গণমাধ্যমে এমন খবরের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাকিবের এই দুঃসময়ে সবসময় তাঁর পাশে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সম্প্রতি আজারবাইজান সফর নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বিসিবি সবসময় সাকিবের সাথে আছে এবং তাকে সবরকম সহযোগিতা দেবে। ক্রিকেট প্লেয়ারদের সাথে এই জুয়াড়িরা যোগাযোগটা করে। ওর সাথে যখন যোগাযোগ করছিলো, ও এটাকে বেশী একটা গুরুত্ব দেয়নি, এই কথাটা আইসিসিকে জানায়নি। আসল নিয়মটা হচ্ছে, সঙ্গে সঙ্গে আইসিসিকে জানানো উচিত ছিলো। এখানে সে একটা ভুল করেছে।”
তবে আইসিসি যদি সাকিবের বিরুদ্ধে এমন কোন ব্যবস্থা নেয়, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও সেক্ষেত্রে খুব বেশী কিছু করণীয় থাকবে না বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আইসিসি যদি কোনো ব্যবস্থা নেয় সেইক্ষেত্রে আমাদের খুব বেশী একটা করণীয় থাকে না। তবুও আমরা এইটা বলবো, যেহেতু আমাদের দেশের একটা ছেলে, যার ক্রিকেট বিশ্বে প্লেয়ার হিসেবে একটা অবস্থান আছে..। একটা ভুল সে করেছে এটা ঠিক এবং সেটা সে বুঝতেও পেরেছে, তো তারপরেও বিসিবি বলেছে তার পাশে তারা থাকবে। খুব বেশী করণীয় যে আছে সেটা কিন্তু না।”