মৌসুমের প্রথম এল ক্লাসিকো বার্সার মাঠে

ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াই এল ক্লাসিকো। যে ম্যাচে লড়ে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগার আগামী মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে।
আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। লা লিগার সবচেয়ে আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকোর ফিরতি ম্যাচটি রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী বছরের ১১ এপ্রিল অনুষ্ঠিত হবে।
নতুন মৌসুমের সূচি চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে লা লিগার ২০২০-২১ মৌসুমের সূচি প্রকাশ করেছে লিগ কর্তৃপক্ষ।
আগামী ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে স্পেনের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরের টুর্নামেন্টটি। লা লিগার ৯০তম আসরের শেষ রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে আগামী বছরের ২৩ মে।
লা লিগার প্রথম রাউন্ডে গেটাফের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। এলচের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল বার্সেলোনার। কিন্তু গত আগস্টেও চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ব্যস্ত থাকায় শীর্ষ এই দল দুটিকে বিশ্রাম দিয়েছে লিগ কর্তৃপক্ষ।
প্রথম রাউন্ড খেলবে না রিয়াল। তবে বার্সেলোনাকে খেলতে হবে না দুটি রাউন্ড। আগামী ২৭ সেপ্টেম্বর ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বার্সা। এরআগে ২০ সেপ্টেম্বর রিয়াল সোসিয়েদাদের মাঠে প্রথম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ।
আগামী বছরের ২৩ মে শেষ রাউন্ডে এইবারের মাঠে খেলবে বার্সেলোনা। ঘরের মাঠে রিয়ালের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।