বার্নাব্যুতে রোনালদো, এল ক্লাসিকো জয় রিয়ালের

রিয়াল মাদ্রিদ তার কাছে এখন অতীত অধ্যায়। প্রিয় ক্লাব ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর বয়স দুই বছর হতে চললো। কিন্তু এল ক্লাসিকোর নাম শুনলেই সেদিকে কান পাতেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই তো জুভেন্টাসের আক্রমণভাগের এই প্রধান অস্ত্র ছুটে গেলেন পুরনো ঠিকানা সান্তিয়াগো বার্নাব্যুতে। তাকে পেয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠে রামোসরা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে রিয়ালের ২-০ গোলের জয়ের স্বাক্ষী হয়ে থাকলেন রোনালাদোও।
ক্লাব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী এই লড়াইয়ে রোনালদোর উপস্থিতি ভিন্ন মাত্রাই যোগ করেছিল। ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছিল রোনালদোকে। রিয়ালের গোলে উল্লাসে ফেটে পড়ছিলেন পর্তুগিজ এই সুপার স্টার।

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে সমানে সমান লড়াই হয়েছিল। বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে গত বছরের ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত এল ক্লাসিকো গোলশূন্য ড্র হয়। কিন্তু দ্বিতীয় এল ক্লাসিকোতে ঘরের মাঠে লিওনেল মেসিদের স্বস্তি নিয়ে ম্যাচ শেষ করতে দেয়নি লা ব্লাঙ্কোসরা।
রোববার রাতে ২-০ গোলের জয় নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মেসি-সুয়ারেজদের দল।
ক্লাব ফুটবলের ধ্রুপদী এই লড়াইয়ের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও গোলের দেখা মেলেনি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে পারেননি মেসি-গ্রিজম্যানরা। একইভাবে সম্ভাবনা তৈরি করেও প্রতিপক্ষের জালের ঠিকানা পাননি বেনজেমা-ভিনিসিয়ুসরা।

দ্বিতীয়ার্ধের অনেকটা সময়ও গোলশূন্য থেকেছে। ৭১ মিনিটে গিয়ে সান্তিয়াগো বার্নাব্যুকে উৎসবের নগরীতে পরিণত করেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের শট বার্সার রক্ষণভাগের খেলোয়াড় জেরার্ড পিকের পায়ে লেগে দিক পাল্টে জড়িয়ে যায় বার্সার জালে।
গোল শোধে মরিয়া বার্সার খেলার গতি আরও বেড়ে যায়। মুহুর্মূহু আক্রমণ করতে থাকে সফরকারিরা। কিন্তু এসব আক্রমণ থেকে গোল আদায় করে নিতে পারেননি মেসি-গ্রিজম্যানরা।
উল্টো অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা মারিয়োনো দিয়াজ। চলতি মৌসুমে লা লিগায় রিয়ালের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করলেন স্প্যানিশ-ডমিনিকান এই স্ট্রাইকার।