ফিফা বর্ষসেরা একাদশে বায়ার্ন-লিভারপুলের শাসন

অনুমিতভাবেই ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে আছেন এবারের বিজয়ী রবার্ট লেভানডোভস্কি। আক্রমণভাগে বায়ার্ন ফরোয়ার্ডের সঙ্গে আছেন ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় থাকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্ষসেরা একাদশে লিভারপুল ও চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সবচেয়ে বেশি খেলোয়াড়ের জায়গা হয়েছে।
গত মৌসুমের ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখের সর্বোচ্চ চারজন ফুটবলার আছেন একাদশে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের তিনজন ফুটবলার জায়গা পেয়েছেন। গত মৌসুমে বায়ার্নে খেলা থিয়াগো আলকান্তারা পাড়ি জমিয়েছেন লিভারপুলে। তবে তাকে আগের মৌসুমের হিসেবে বায়ার্নেই ধরা হয়েছে।
রিয়াল মাদ্রিদের একমাত্র ফুটবলার হিসেবে জায়গা পেয়েছেন সার্জিও রামোস। ম্যানচেস্টার সিটি থেকে জায়গা হয়েছে কেভিন ডি ব্রুইনের। বার্সেলোনা থেকে মেসি ও জুভেন্টাস থেকে রোনালদো আছেন। ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতলেও একাদশে জায়গা পাননি বায়ার্নের ম্যানুয়েল নয়্যার।
ফিফা বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল/ব্রাজিল)।
ডিফেন্ডার: আলেক্সান্ডার আরনল্ড (লিভারপুল/ইংল্যান্ড), ভার্জিল ফন ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/স্পেন) ও আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ/কানাডা)।
মিডফিল্ডার: জসুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ/জার্মানি), কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম) ও থিয়াগো আলকান্তারা (লিভারপুল/বায়ার্ন মিউনিখ/স্পেন)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), রবার্ট লেভানডোভস্কি (বায়ার্ন মিউনিখ/পোল্যান্ড) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)।