নভেম্বরে শুরু মেয়েদের ঘরোয়া ক্রিকেট

অনেক দেন-দরবারের পরও আশার আলোর দেখা মেলেনি। কোয়ারেন্টিন ও স্বাস্থ্য বিধির জটিলতায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আগামী বছরের জানুয়ারির আগে আন্তর্জাতিক সূচিও নেই বাংলাদেশের।
এখন তাই ঘরোয়া ক্রিকেট শুরুর পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসেই বিসিবির আয়োজনে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ হতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের।
মাঠে ফিরতে নারী ক্রিকেটদেরও খুব বেশি অপেক্ষা করতে হবে না। আগামী নভেম্বরে মেয়েদের ঘরোয়া ক্রিকেট আয়োজনের চিন্তা-ভাবনা করছে বিসিবি। এমনই জানিয়েছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিসিবির এই পরিচালক বলেন, 'আমরা মেয়েদের ঘরোয়া ক্রিকেটর শুরু করার পরিকল্পনা করছি। মেয়েদের প্রচলিত দুটি লিগ জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগের যেকোনো একটি আমরা আয়োজন করব।'
'কোন লিগটা হবে, তা নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে। তবে বোর্ডে আমরা আলোচনা করছি নারী ক্রিকেট ফেরানোর। এ ব্যাপারে সবাই ইতিবাচক। নভেম্বরে মেয়েদের ঘরোয়া ক্রিকেট ফিরছে।' যোগ করেন উইমেন্স উইংয়ের প্রধান।
গত মার্চ থেকে প্রধান কোচহীন জাতীয় নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সালমাদের প্রধান কোচের পদ থেকে অঞ্জু জৈনকে অব্যাহতি দেয় বিসিবি। ঘরোয়া ক্রিকেট শুরুর আগেই প্রধান কোচ নিয়োগ দেওয়া হবে বলে জানান শফিউল আলম চৌধুরী নাদেল।
ঘরোয়া লিগের খেলা দেখে যেন প্রধান কোচ দল সাজানোর কাজ এগিয়ে রাখতে পারেন, এ জন্যই লিগ শুরুর আগে কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা বিসিবির।
উইমেন্স উইংয়ের প্রধান বলেন, ' প্রধান কোচ চূড়ান্ত করা নিয়ে অনেক দিন ধরেই কাজ চলছে। করোনার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। শিগগিরই নিয়োগ চূড়ান্ত হবে। হেড কোচ ঘরোয়া লিগ দেখে যেন খেলোয়াড়দের সম্পর্কে ধারণা পান, সেটি নিশ্চিত করা হবে।'
প্রধান কোচ চূড়ান্ত হলে নিয়োগ দেওয়া হবে কোচিং স্টাফদের বাকি সদস্যদের। প্রধান কোচের মতামতের ভিত্তিতে কোচিং স্টাফ নিয়োগ দেওয়ার পরকিল্পনা বিসিবির।