‘রহস্যময়’ স্ট্যাটাসের পর রুমানাকে বিসিবির তলব

'নো মোর ক্রিকেট',- বাংলায় অর্থ দাঁড়ায়, আর ক্রিকেট নয়। অর্থাৎ, অবসরের পরিষ্কার ইঙ্গিত। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে এমন একটি পোস্ট দেন জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। এরপর মুখে কুলুপ আঁটেন তিনি, সংবাদমাধ্যম এমন পোস্টের কারণ জানতে চাইলেও ডানহাতি এই অলরাউন্ডার তখন কোনো ধরনের ব্যাখ্যা দেননি।
৫ আগস্ট দেওয়া রহস্যময় সেই স্ট্যাটাসের কারণে রুমানাকে তলব করেছিল বিসিবি, আজ তাকে ডেকে এর কারণ জানতে চাওয়া হয়েছে। বিসিবির আচরণবিধির বিষয়গুলোও তাকে মনে করিয়ে দেওয়া হয়েছে। নিজের ভুল স্বীকার করে খেলায় ফেরার বিষয়ে বিসিবিকে প্রতিশ্রুতি দিয়েছেন রুমানা।
বাংলাদেশের হয়ে ৫০টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ এই ক্রিকেটারের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেন বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল ও নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। রুমানার সঙ্গে বৈঠকের পর নারী বিভাগের প্রধান বলেন, 'সে খেলবে। সে খেলতেই চায়। সমস্যাটা আসলে আভ্যন্তরীণ বিষয়।'
'আমাদেরও পরিকল্পনা থাকে, কাকে কোন জায়গায় নেওয়া হবে বা ভবিষ্যতে পরিকল্পনায় কারা থাকবে, সেটা নির্বাচকরা ঠিক করে। সবকিছু যে তাদেরও মনমতো হবে, এমনও না। এখন তো আমাদের এক পজিশনে একাধিক ক্রিকেটার আছে। তাদের যা যা প্রয়োজন, আমাদের যা যা করার দরকার আমরা করব। বাকিটা তাদের উপর।' যোগ করেন তিনি।
অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন রুমানা। সর্বশেষ তিনটি সিরিজে দলে জায়গা হয়নি তার। আসন্ন এশিয়া গেমস ক্রিকেটের জন্য ক্যাম্পের আয়োজন করেছেন বিসিবি, কিন্তু ২৬ সদস্যের ক্যাম্পে রাখা হয়নি রুমানাকে। ক্যাম্পেও নাম থাকায় হতাশায় তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন বলে জানা গেছে।
চুক্তিবদ্ধ ক্রিকেটারের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করে বিসিবি। এ কারণে রুমানাকে বিসিবির আচরণবিধি মনে করিয়ে দেওয়া হয়েছে। শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, 'এগুলো তো বোর্ডের আচরণবিধির বিষয়। আমরা তাদের মাঝে মাঝে এগুলো স্মরণ করিয়ে দিই। আমরা তাদের বিষয়গুলো যতটুকু পারি, নরমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাদের এটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সবকিছু তো এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যায় না। তারা চুক্তিতে থাকা ক্রিকেটার।'
রুমানাকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, 'তাদেরকে আমরা সব সময় সমর্থন দিয়ে যাই, তাদের কোনো সমস্যা হলে আমরা দেখি। যেকোনো সমস্যায় আমরা তাদের সহযোগিতা করতে চাই। এটা তো আমাদের একটা প্রক্রিয়ার মধ্যেই আছে। তার সঙ্গে কথা বলেছি। সে যে বিষয়গুগুলো অনুমান করে এটা করেছে, সেটা আমরা তাকে বুঝিয়ে দিয়েছি। তাকে বলা হয়েছে কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য।'