ঢাকায় এসেই কোভিড পজিটিভ কিউই ক্রিকেটার

দুই ডোজ টিকা নেওয়ার পরও বাংলাদেশে এসেই কোভিড পজিটিভ শনাক্ত হলো নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেনের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অংশ নিতে আজই ঢাকায় এসে পৌঁছেছেন অ্যালেন। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দ্য হানড্রেড টুর্নামেন্টে অংশগ্রহণ শেষে ইংল্যান্ড থেকে রওনা দেওয়ার সময়ও কোভিড নেগেটিভ ছিলেন তিনি।
২২ বছর বয়সী অ্যালেন বর্তমানে টিম হোটেলে কোয়ারেন্টিনে আছেন। তার দেহে করোনার মৃদু উপসর্গ দেখা গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান মেডিকেল অফিসার এখন তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন।
কোয়ারেন্টিনে থাকাকালে ব্ল্যাকক্যাপস চিকিৎসক প্যাট ম্যাকহিউজও তার দেখভাল করবেন বলে জানা গেছে।
নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, 'চিকিৎসা নেওয়া ও আইসোলেশন শেষে, এবং টানা কয়েকদিন কোভিড নেগেটিভ ধরা পড়লে সে আবারও তার সতীর্থদের সাথে যোগ দিতে পারবে।'
নিউজিল্যান্ড টিম ম্যানেজার মাইক স্যান্ডেল বলেন, 'ফিনের জন্য ব্যাপারটি খুবই দুর্ভাগ্যজনক। সে এখন ভালোই আছে এবং আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। কোভিড নেগেটিভ হয়ে ছাড়া পাবে এবং যত দ্রুত সম্ভব ফিরে আসবে।'
স্যান্ডেল আরও বলেন, 'বাংলাদেশ ক্রিকেট কর্তৃপক্ষ খুবই পেশাদারিত্বের সাথে বিষয়টি নিয়ন্ত্রণ করছে, এবং আমরা এজন্য কৃতজ্ঞ।'
দলে অ্যালেনের জায়গায় অন্য কাউকে অন্তর্ভুক্ত করা হবে কি না, এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্যান্ডেল।
অ্যালেন এখন পর্যন্ত তিনটি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন, যার সব কটিই বাংলাদেশের বিপক্ষে। চলতি বছর মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশ সিরিজের শেষ টি-২০'তে ২৯ বলে ৭১ রানের ঝড়ো একটি ইনিংস খেলেছিলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
এবারের বাংলাদেশ সফরে মোট পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে কিউইরা। ১লা সেপ্টেম্বর মিরপুরে প্রথম টি-২০'র মধ্য দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ।
টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দল আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছেছে। রুমের মধ্যে অন্তত তিন দিনের আইসোলেশন শেষে সিরিজের জন্য অনুশীলন শুরু করতে পারবে কিউইরা।