ট্রান্সফার রাউন্ড-আপ: স্পার্সেই থাকছেন কেইন, পিএসজিতে এমবাপ্পের উত্তরসূরি রিচার্লিসন
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে টটেনহাম হটস্পারেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। আজ (২৫শে আগস্ট) টুইটারে দেওয়া এক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করেছেন কেইন নিজেই।
সার্জিও আগুয়েরোর শূন্যস্থান পূরণ করতে মরিয়া ম্যানচেস্টার সিটি এই গ্রীষ্মে বেশ কয়েকবার কেইনের জন্য প্রস্তাব পাঠালেও প্রতিবারই তা নাকচ করে দিয়েছে স্পার্স। কেইনের জন্য সর্বোচ্চ ১৫ কোটি ইউরো সেধেছিল সিটিজেনরা, যা অন্য যেকোনো ইংলিশ ফুটবলারের দলবদল ফি'র চেয়ে অন্তত দেড়গুণ বেশি।
কিন্তু স্পার্স সভাপতি ডেনিয়েল লেভির একগুঁয়েমির কাছে হার মানল সিটির পাহাড়সম অর্থও। গত মৌসুমের শেষে ঢাকঢোল পিটিয়ে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত স্পার্সেই থাকতে হচ্ছে এই তারকা ফুটবলারকে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল (২৩) ও এসিস্টের (১২) রেকর্ড করা কেইন ২০০৯ সাল থেকে খেলছেন লন্ডনের ক্লাবটিতে।
এমবাপ্পে চলে গেলে পিএসজিতে তার স্থলাভিষিক্ত হতে পারেন রিচার্লিসন
ইউরোস্পোর্টের মতে, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিলে তার জায়গায় ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসনকে দলে ভেড়াতে পারে পিএসজি।
তবে এমবাপ্পের জন্য মাদ্রিদের ১৬ কোটি ইউরোর প্রাথমিক প্রস্তাব নাকচ করে দিয়েছে ফরাসি ক্লাবটি। এমবাপ্পের দলবদল হয়ে গেলে রিচার্লিসন হতে পারে ফরাসি ক্লাবটির শেষ মুহূর্তের সমাধান।
এমবাপ্পের ফি আরও বাড়াতে হবে রিয়ালের
এমবাপ্পের জন্য ক্লাব রেকর্ড ১৬ কোটি ইউরো দিতে চাইলেও মাদ্রিদের প্রাথমিক প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে পিএসজি।
এমবাপ্পেকে ছাড়ার ব্যাপারে বরাবরই অনাগ্রহ দেখিয়ে গেছে ফরাসি ক্লাবটি। কিন্তু পিএসজির হয়ে চুক্তি নবায়নে অস্বীকৃতি জানানোয় এবার এমবাপ্পের দলবদলের জন্য আলোচনার টেবিলে বসতে হচ্ছে তাদের। ইসপিএনের মতে, এই দলবদল ফি ২০ কোটি ইউরোতে নিতে পারলে মাদ্রিদের প্রস্তাব ভেবে দেখবে প্যারিসিয়ানরা।
হালান্ডের জন্য বার্ষিক ৫ কোটি ইউরো বেতন দাবি করেছিল এজেন্ট রায়োলা
বরুশিয়া ডর্টমুন্ড তারকা আর্লিং হালান্ডের জন্য চেলসির কাছে বার্ষিক ৫ কোটি ইউরো বেতন দাবি করেছিল হালান্ডের এজেন্ট মিনো রায়োলা। খবর জার্মান সংবাদমাধ্যম বিল্ডের।
এই দলবদল উইন্ডোর শুরুর দিকে হালান্ডকে দলে ভেড়াতে চেয়েছিল ইংলিশ ক্লাব চেলসি। তখনই এরকম আকাশচুম্বী বেতন দাবি করেছিলেন রায়োলা। এর পাশাপাশি এজেন্ট ফি হিসেবে আরও ৪ কোটি ইউরো চেয়ে বসেছিলেন এই ইতালিয়ান ফুটবল এজেন্ট।
এতো দাবি-দাওয়া দেখে চেলসি হালান্ডের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়। পরবর্তীতে ইন্টার মিলান থেকে রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়েছে লন্ডনের ক্লাবটি।
রোনালদোর ব্যাপারে 'তেমন' আগ্রহী না সিটি
ক্রিশ্চিয়ানো রোনালদো জুভেন্টাস ছেড়ে দিতে চাইলেও এখনো এই পাঁচ বারের ব্যালন ডি'অরজয়ীর জন্য তেমন আগ্রহ দেখায়নি কোন দলই।
ইংলিশ পত্রিকা দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার সিটি এখনো হ্যারি কেইনকে তাদের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। যে কারণে রোনালদোর দলবদলের জন্য জুভেন্টাসের চাওয়া ২.৫ কোটি ইউরোর প্রস্তাব নাকচ করে দিয়েছে পেপ গার্দিওলার ক্লাব।
তবে আজ কেইন স্পার্সে থেকে যাওয়ার ঘোষণা দেওয়ার পর বদলে যেতে পারে দৃশ্যপট। সার্জিও আগুয়েরোর শূন্যস্থান পূরণে মরিয়া সিটি রাজি হয়ে যেতে পারে রোনালদোর প্রস্তাবে।
