ছবিতে ক্রিকেটারদের ঈদ উদযাপন
জিম্বাবুয়েতে ঈদের দিন সকালের নাস্তাটা অনেকে নিজেই তৈরি করেছেন। নাস্তা সেরে নিজেদের মধ্যেই ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঈমামের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

ঈদের নামাজের পর মুস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দিনদের কোলাকুলি। ছবি: বিসিবি
দারুণ এক সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে ঈদুল আজহা উদযাপন করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদের দিন সকালের নাস্তাটা অনেকে নিজেই তৈরি করেছেন। নাস্তা সেরে নিজেদের মধ্যেই ঈদের নামাজ আদায় করেন তারা।
ঈমামের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। বিদেশের মাটিতে ঈদ উদযাপনের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছেন তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। ছবিতে দেখে নেওয়া যাক তাদের ঈদ উদযাপন।

ঈদের নামাজ শেষে খুৎবা পড়েন মাহমুদউল্লাহ। ছবি: ফেসবুক

নামাজের পর এক ফ্রেমে জাতীয় দলের ক্রিকেটার, কর্মকর্তারা। ছবি: ফেসবুক

সাকিব আল হাসানের সঙ্গে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। ছবি: ফেসবুক

এক ফ্রেমে সাত ক্রিকেটার। ছবি: ফেসবুক

তাসকিনের সেলফিতে রুবেল, সাকিব ও মুস্তাফিজ। ছবি: ফেসবুক

সাকিবের সঙ্গে তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ছবি: ফেসবুক

মুস্তাফিজের সেলফিতে তামিম ইকবাল। ছবি: ফেসবুক

তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। ছবি: ফেসবুক

রুবেল হোসেন ও সাকিব আল হাসান। ছবি: ফেসবুক

সাপোর্ট স্টাফ সোহেল ইসলামের সঙ্গে তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। ছবি: ফেসবুক