ক্যাচ আর ফিল্ডিং মিসের মহড়ায় ম্যাচ হাতছাড়া

৩৬ থেকে ৩৮- এই তিন ওভারেই সব শেষ! অথচ ব্যাট হাতে বড় সংগ্রহ গড়ে বোলিংয়েও ভালো শুরু করেছিল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান নিউজিল্যান্ড ওপেনার গাপটিলকে ফেরানোর পর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে মাহেদী হাসান আশা জাগিয়ে তোলেন। মনে হচ্ছিল নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের দেখা এবার মিলে যাবে।
এরপরই অবশ্য ডেভন কনওয়ে ও অধিনায়ক টম ল্যাথাম মিলে ১১৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে উল্টো চাপে ফেলে দেন। এমন সময় দারুণ এক থ্রোতে ৭২ রান করা কনওয়েকে রান আউট করে আশা ফেরান তামিম ইকবাল। এরপর বেশ কয়েকটি সম্ভাবনা, যেগুলো মাটিতে ফেলে দিয়েছে বাংলাদেশ। একটি-দুটি নয়, চার-চারটি ক্যাচ ফেলেছেন মুশফিক, মাহেদীরা। আর ফিল্ডিং মিস হয়ে উঠেছিল স্বাভাবিক ব্যাপার।
এমন মিসের মহড়ায় যা হওয়ার তাই হয়েছে, কিউইদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। বারবার জীবন ফিরে পেয়ে ১১০ রানের হার না মানা ইনিংস খেলেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। দুবার জীবন পাওয়া জিমি নিশাম মহা কার্যকর ৩০ রানের ইনিংস খেলে ফেরেন।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। তামিম ইকবাল ৭৮, সৌম্য সরকার ৩২, মুশফিকুর রহিম ৩৪ ও মোহাম্মদ মিঠুন ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। জবাবে ডেভন কনওয়ে, ম্যাচ সেরা টম ল্যাথাম ও জিমি নিশানের ব্যাটে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডি সিরিজ জিতে নিল কিউইরা।
তামিমের দারুণ থ্রোতে কিছুটা স্বস্তি

শুরুটা দারুণ হয়েছিল। গাপটিলকে মুস্তাফিজ ফেরানোর কিছুক্ষণ পর নিউজিল্যান্ডকে চেপে ধরেছিলেন মাহেদী হাসান। ডানহাতি এই স্পিনার দুই ওভারে দুই উইকেট নিয়ে স্বাগতিকদের কোণঠাসাই করে ফেলেছিলেন। সেখান থেকে হাল ধরে দলকে এগিয়ে অনেকটা পথ এগিয়ে নিয়েছেন ডেভন কনওয়ে ও অধিনায়ক টম ল্যাথাম। এই দুজনের ব্যাটিংয়ে বাংলাদেশই উল্টো চাপে পড়ে গিয়েছিল।
দারুণ থ্রোতে ৭২ রান করা কনওয়েকে রান আউট করে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। কনওয়ের বিদায়ে ভেঙেছে ১১৩ রানের জুটি। ৩৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৭ রান। ৪৯ রানে ব্যাটিং করছেন ল্যাথাম। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন জিমি নিশাম।
মুস্তাফিজের পর মাহেদীর ছোবল

স্লোয়ারে মার্টিন গাপটিলকে বোকা বানিয়ে নিউজিল্যান্ডকে বিপদে ফেলেন মুস্তাফিজুর রহমান। এর কিছুক্ষণ পরই কিউইদের বিপদ আরও বাড়ালেন মাহেদী হাসান। আগের ম্যাচেই ওয়ানডে অভিষেক হওয়া ডানহাতি এই স্পিনার হেনরি নিকোলসকে ফিরিয়ে দিয়েছেন।
নবম ওভারের তৃতীয় বলে নিকোলসের স্টাম্প উপড়ে নেন মাহেদী। ওয়ানডেতে এটাই তার প্রথম উইকেট। নিজের পরের ওভারে উইল ইয়ংয়কেও ফিরিয়ে দিয়েছেন তিনি। ইয়ংকেও বোল্ট করেন মাহেদী। ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে কিউইরা। উইকেটে আছেন ডেভন কনওয়ে ও অধিনায়ক টম ল্যাথাম।
গাপটিলকে ফিরিয়ে বাংলাদেশের দারুণ শুরু

স্কোরকার্ডে রান না থাকলে বোলাররা বিশেষ কিছু করতে পারেন না। গত কয়েক দিনে এমন কথা বাংলাদেশ দলের অনেক ক্রিকেটারই বলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের লড়াইয়ের সুযোগ করে দিয়েছেন তামিম-মিঠুনরা। ২৭১ রানের স্কোর গড়ে মুস্তাফিজ, তাসকিন, সাইফউদ্দিন, মাহেদীদের হাতে দায়িত্ব ছেড়েছেন অধিনায়ক তামিম।
বোলাররাও নিজেদের দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পঞ্চম ওভারেই মার্টিন গাপটিলকে ফিরিয়ে দলকে দারুণ শুরু এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিজের করা তৃতীয় ওভারের শেষ বলটি স্লোয়ান দেন বাঁহাতি এই পেসার। লেগ স্টাম্পেরও বাইরের ডেলভারিটি বুঝতে না পেরে ক্যাচ তুলে দেন ২০ রান করা গাপটিল।
নিজের বলে নিজেই ক্যাচ নেন মুস্তাফিজ। ৭ ওভার শেষে ১ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৬ রান। উইকেটে আছেন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে।