এক ওভারে সর্বোচ্চ রান দেওয়া আলাউদ্দিন এখন হ্যাটট্রিকের মালিক

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বল হাতে সবচেয়ে অস্বস্তির রেকর্ডটি আলাউদ্দিন বাবুর। ২০১৩ প্রিমিয়ার লিগে দলের হয়ে শেষ ওভার করতে গিয়ে এল্টন চিগুম্বুরার ব্যাটিং ঝড়ের মুখে পড়তে হয়েছিল ডানহাতি এই পেসারকে। আবাহনীর হয়ে খেলা আলাউদ্দিনের ওভার থেকে ৩৯ রান তোলেন শেখ জামালের বিদেশি রিক্রুট চিগুম্বুরা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এখনও সেটাই সর্বোচ্চ রানের ওভার।
আট বছর পর এসে সেই প্রিমিয়ার লিগেই বল হাতে কীর্তি গড়লেন আলাউদ্দিন, দেখা পেলেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের। টি-টোয়েন্টি ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়ে বহু প্রতিক্ষার হ্যাটট্রিক স্বপ্ন পূরণ করেছেন ব্রাদার্স ইউনিয়নের এই পেসার।
রূপগঞ্জের মুক্তার আলী, সোহাগ গাজী ও নাবিল সামাদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ১৮তম ওভারের শেষ দুই বলে মুক্তার ও সোহাগ গাজীকে ফেরান তিনি। ২০তম ওভারের প্রথম বলে নাবিলকে ফিরিয়ে হ্যাটট্রিকের স্বাদ নেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফর্মার।

বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন আলাউদ্দিন বাবু। তার আগে হ্যাটট্রিক করেছেন আল আমিন হোসেন, আলিস আল ইসলাম, মানিক খান ও কামরুল ইসলাম রাব্বি। এর মধ্যে আল আমিনের হ্যাটট্রিক দুটি। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টির প্রথম দুই হ্যাটট্রিকই করেন ডানহাতি এই পেসার।
হ্যাটট্রিক স্বপ্ন পূরণের দিনে ৩.১ ওভারে ২১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন আলাউদ্দিন। তার ম্যাচ সেরা পারফরম্যান্সে ব্রাদার্স ইউনিয়নও দাপুটে জয় পেয়েছে। ২৭ বল হাতে রেখেই রূপগঞ্জকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রিমিয়ার লিগের দলটি।
মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নামা রূপগঞ্জ বড় সংগ্রহ গড়তে পারেনি। আলাউদ্দিন, সুজন হাওলাদার, সাকলাইন সজিবদের বোলিং তোপে ১৯.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ। আলাউদ্দিন ৪টি এবং সুজন ও সাকলাইন ২টি করে উইকেট নেন।
জবাবে মিজানুর রহমানের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন। ডানহাতি এই ব্যাটসম্যান ৫২ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন। এ ছাড়া জুনায়েদ সিদ্দিকী ২১ ও জাহিদুজ্জামান অপরাজিত ১১ রান করেন। রূপগঞ্জের মোহাম্মদ শহিদ ও সানজামুল ইসলাম পান একটি করে উইকেট।