অনিশ্চয়তায় তৃতীয় টি-টোয়েন্টি

টস হওয়ার কথা বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়, ম্যাচ শুরু ১২টায়। কিন্তু ১২টা বেজে গেলেও নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টির টস এখনও হয়নি। বৃষ্টির কারণে অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠেয় ম্যাচটির ভাগ্য অনিশ্চয়তায় পড়ে গেছে।
বেশ আগে থেকেই ঝরছে বৃষ্টি। যে কারণে বাংলাদেশের ম্যাচের আগে এই মাঠেই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মেয়েদের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। মাত্র ২.৫ ওভার খেলা হওয়ার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে আরও কিছুক্ষণ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।
নিউজিল্যান্ড সফরে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টিতেও হারের বৃত্তে বন্দী আছে। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে কিউইরা।
তৃতীয় টি-টোয়েন্টি পরিণত হয়েছে নিয়ম রক্ষার ম্যাচে। এই ম্যাচে খেলা হচ্ছে না টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ ঊরুতে টান পড়ায় ছিটকে গেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
তার অবর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। মাহমুদউল্লাহর জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন নাজমুল হোসেন শান্ত অথবা মোসাদ্দেক হোসেন সৈকত।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত/মোসাদ্দেক হোসেন আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।