Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 13, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 13, 2025
আজাদি মার্চ: নির্বাচন ঘোষণার জন্য ৬ দিনের আলটিমেটাম ইমরানের

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
26 May, 2022, 09:45 am
Last modified: 26 May, 2022, 11:13 am

Related News

  • পাকিস্তানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা, ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে বিল
  • ভূমি দুর্নীতি মামলায় পাকিস্তানের ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
  • ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে পাকিস্তানের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ইমরানকে মুক্ত করার মিছিলে নেতৃত্ব দেন বুশরা বিবি; কিন্তু পরের ঘটনা রহস্যে মোড়ানো
  • পিটিআই-এর সকল কর্মসূচি স্থগিত, ডি-চকে নেই বুশরা বিবি ও মুখ্যমন্ত্রী গান্দাপুর

আজাদি মার্চ: নির্বাচন ঘোষণার জন্য ৬ দিনের আলটিমেটাম ইমরানের

ইমরান খানের গাড়ি ইসলামাবাদে ঢোকার আগেই ইসলামাবাদের ‘ব্লু এরিয়া’তে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এতে জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করে পিটিআই সমর্থকরা।
টিবিএস রিপোর্ট
26 May, 2022, 09:45 am
Last modified: 26 May, 2022, 11:13 am
ছবি-রয়টার্স

পিটিআই চেয়ারম্যান ইমরান খান নির্বাচন ঘোষণার জন্য পাকিস্তান সরকারকে ছয় দিনের সময়সীমা বেধে দিয়েছেন। অন্যথায় তিনি 'পুরো জাতিকে' নিয়ে ইসলামাবাদে ফিরবেন। খবর হিন্দুস্তান টাইমসের।

আজ সকালে ইসলামাবাদের নাইনথ অ্যাভিনিউতে বিক্ষোভকারীদের উদ্দেশে ভাষণে তিনি পিটিআই-এর মিছিল থামাতে 'বাইরে থেকে আমদানিকৃত সরকার' দ্বারা ব্যবহৃত 'কৌশল' (গ্রেপ্তার ও অভিযান) এর নিন্দা করেন।

বৃহস্পতিবার ভোরে পাঞ্জাব প্রদেশের গণ্ডি ছাড়িয়ে ইসলামাবাদ উপচে পড়ে ইমরান খানের আজাদি মার্চের জোয়ারে। আর সেই মিছিল ঠেকাতে পাকিস্তানের রাজধানীতে সেনা নামান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মূলত ইসলামাবাদের রেড জোনে যাতে কোনও আন্দোলনকারী ঢুকে না পড়তে পারে তার জন্যই সেনা মোতায়েন করা হয়। এই রেড জোনেই রয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর বাসভবনসহ একাধিক গুরুত্বপূর্ণ ভবন। 

ছবি- রয়টার্স

দেশটির গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে, পাকিস্তান সময় সকাল ৯টায় পিটিআই চেয়ারম্যান এবং দলের শীর্ষ নেতারা ভাষণ দেওয়ার পরপরই কন্টেইনার ছেড়ে চলে যান। সেসময় কঠোর নিরাপত্তা সত্ত্বেও রেড জোনে প্রবেশ করতে সক্ষম হয় দলীয় কর্মীরা। এর কিছুক্ষণ পরই পিটিআই কর্মীরা ডি চকের কাছে অবস্থিত জিও ভবনে ঢিল ছুড়ে নিউজরুমের কাঁচ ভেঙে দেয়।

পাথর ছোঁড়ার কারণে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এছাড়াও, ডি-চকের কাছে পার্ক করা ভ্যানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ইমরান খান ওই স্থান ত্যাগ করার পর পিটিআই কর্মীরা ইসলামাবাদে মার্কিন দূতাবাসে যান।

প্রসঙ্গত, দ্রুত নির্বাচনের দাবিতে এই মিছিল শুরু করেন ইমরান খান।  

The Federal Government is pleased to authorize deployment of sufficient strength of troops of Pakistan Army in Red Zone under Article 245. pic.twitter.com/85Nex2xama— Rana SanaUllah Khan (@PresPMLNPunjab) May 25, 2022

বৃহস্পতিবার ভোরে ইসলামাবাদের ডি চকে পৌঁছান ইমরান খান। তার দলের সমর্থকদের ঠেকাতে পুলিশের পক্ষ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়া হয়। পিটিআই সমর্থকরা পাল্টা ভাঙচুর করে রাস্তায়। সব মিলিয়ে গোটা পাকিস্তানি রাজধানী যেন এক বড় রণক্ষেত্রে পরিণত হয়।

জানা গেছে, ইমরান খানের গাড়ি ইসলামাবাদে ঢোকার আগেই ইসলামাবাদের 'ব্লু এরিয়া'তে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। এতে জায়গায় জায়গায় অগ্নিসংযোগ করে পিটিআই সমর্থকরা।

ہم پنجاب میں داخل ہوچکے ہیں اور انشاءاللہ اسلام آباد کی جانب بڑھیں گے۔ اس امپورٹڈ سرکار کی جانب سے جبر و فسطائیت کا کوئی بھی حربہ ہمیں ڈرا سکتاہے نہ ہی ہمارے مارچ کا رستہ روک سکتا ہے۔ #حقیقی_آزادی_مارچ pic.twitter.com/21snq9kG40— Imran Khan (@ImranKhanPTI) May 25, 2022

এদিকে পাকিস্তানের জিও নিউজের পক্ষ থেকে দাবি করা হয়, পিটিআই সমর্থকরা তাদের অফিসে হামলা চালায় এবং এতে বেশ কয়েকজন কর্মী আহত হন। হামলার সময় অফিসের বাইরে পুলিশি নিরাপত্তা ছিল না বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে ইসলামাবাদের পেশাওয়ার মোড়ের কাছে আজাদি মার্চের অনুমতি দেয়। সঙ্গে সঙ্গে সরকারকে জানিয়ে দেওয়া হয়, কোনো পিটিআই সমর্থককে গ্রেপ্তার করা যাবে না। যদিও এরপরও পাঞ্জাবের বিভিন্ন জায়গা থেকে সহিংসতার খবর এসেছে। লাহোরের পাশাপাশি করাচিতেও সহিংসতার খবর মিলেছে। 

পাকিস্তানের লাইভ টিভি ফুটেজে দেখা গেছে, ইমরান খানের সমর্থকদের সাথে লড়াই চলছে পুলিশের। মারধর করার পাশাপাশি অনেককেই পুলিশ ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা গেছে।

এছাড়া ভাষণে ইমরান খান দাবি করেন, মিছিলের পর সংঘর্ষে পাঁচজন পিটিআই বিক্ষোভকারী নিহত হয়েছেন।

তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আমজাদ মালিক রয়টার্সকে বলেন, সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়নি।

ছবি- রয়টার্স

এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ পরে বলেন, পুলিশ ইমরান খানের সমর্থকদের বাড়ি, অফিস এবং প্রতিবাদ সমাবেশে মোট ৪ হাজার ৪১৭টি তল্লাশি চালিয়েছে এবং প্রায় ১৭০০ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ২৫০ জনকে পরে খালাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ইসলামাবাদে ২০ লাখের বেশি লোক সমাবেশ করবেন বলে সতর্ক করেছিলেন ইমরান খান।

সানাউল্লাহ বলেন, "আমরা কাউকে সমাবেশ করার বা গণতান্ত্রিক রাজনীতিতে অংশ নেওয়ার জন্য তাদের সাংবিধানিক ও আইনগত অধিকার প্রয়োগ করতে বাধা দিইনি। তবে আমরা কাউকে সহিংসতা ও বিশৃঙ্খলার বীজ বপন করতে দিতে পারি না।"

(এটি একটি ডেভেলপিং স্টোরি এবং কিছুক্ষণ পরপর আপডেট করা হচ্ছে)    

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তানের রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যেভাবে গড়ে উঠেছিল পুড়িয়ে দেওয়া নেপালের সবচেয়ে উঁচু হিলটন কাঠমান্ডু হোটেল
  • জাকসু নির্বাচন: ১৭ হলের ভোট গণনা শেষ, ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ
  • অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার
  • শিক্ষকেরাও ব্যবহার করছেন চ্যাটজিপিটি, তবে কিছু শিক্ষার্থী এতে অখুশি
  • জাকসু নির্বাচন: ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ হওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?

Related News

  • পাকিস্তানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা, ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন কংগ্রেসে বিল
  • ভূমি দুর্নীতি মামলায় পাকিস্তানের ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড
  • ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে পাকিস্তানের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ইমরানকে মুক্ত করার মিছিলে নেতৃত্ব দেন বুশরা বিবি; কিন্তু পরের ঘটনা রহস্যে মোড়ানো
  • পিটিআই-এর সকল কর্মসূচি স্থগিত, ডি-চকে নেই বুশরা বিবি ও মুখ্যমন্ত্রী গান্দাপুর

Most Read

1
আন্তর্জাতিক

যেভাবে গড়ে উঠেছিল পুড়িয়ে দেওয়া নেপালের সবচেয়ে উঁচু হিলটন কাঠমান্ডু হোটেল

2
বাংলাদেশ

জাকসু নির্বাচন: ১৭ হলের ভোট গণনা শেষ, ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ

3
বাংলাদেশ

অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তার

4
আন্তর্জাতিক

শিক্ষকেরাও ব্যবহার করছেন চ্যাটজিপিটি, তবে কিছু শিক্ষার্থী এতে অখুশি

5
বাংলাদেশ

জাকসু নির্বাচন: ৫ হলের অনানুষ্ঠানিক ফল প্রকাশ হওয়ায় নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ

6
আন্তর্জাতিক

আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net