রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ‘ফিনিক্স গোস্ট’ দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে প্রায় শুরু থেকেই সামরিক সহায়তা দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর জন্য ৮০০ মিলিয়ন ডলার মূল্যের নতুন সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে দেশটি। গেলো সপ্তাহের শেষে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ-মাত্রার আক্রমণের পর এ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
৮০০ মিলিয়নের নতুন সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে মানববিহীন আকাশযান অস্ত্র ব্যবস্থা। নতুন এই বিশেষ অস্ত্র বা ড্রোনটি 'ফিনিক্স গোস্ট' নামে পরিচিত।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন সংস্থা অ্যাভেক্স অ্যারোস্পেসের তৈরি এই ড্রোনগুলো পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলের সমতল এবং খোলা ভূখণ্ডে লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সাংবাদিকদের তিনি বলেন, "অঞ্চল বিশেষের জন্য উপযোগী করে নির্মাণ করা হয়েছে এই অস্ত্র।"
"এর মূল বৈশিষ্ট্য হল, এটি একটি সুইচব্লেডের মতো … একমুখী ও একটি আক্রমণাত্মক ড্রোন এটি। এবং এই উদ্দ্যশেই মূলত ড্রোনটি ডিজাইন করা হয়েছে", যোগ করেন তিনি।
তবে, এই অস্ত্র কীভাবে কাজ করে বা এর বিশেষত্ব বিস্তারিত বলা থেকে বিরত থেকেছেন কিরবি। ড্রোনটির পরিসীমা এবং সক্ষমতা সম্পর্কেও কিছু জানা যায়নি এখনও।
তুরস্কের বায়রাক্টার টিবি ২ এবং যুক্তরাষ্ট্রের সুইচব্লেডের মতো ড্রোনগুলো এখন পর্যন্ত রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
কিরবি জানিয়েছেন, ড্রোনটি এখনও ইউক্রেনকে দেওয়া হয়নি। তবে এটি ক্যামেরা দিয়ে ইতোমধ্যেই সাজানো হয়েছে।
তিনি বলেন, "ড্রোনটি যা দেখে, নিখুঁতভাবে তার ছবি তুলতে পারে। কিন্তু নির্দিষ্টস্থানে আক্রমণ করার দক্ষতায় গুরুত্ব দিয়ে অস্ত্রটি ডিজাইন করা হয়েছে।"
আমেরিকার দাবি, এর আগে কোথাও বিশেষ এই ড্রোন ব্যবহার হয়নি। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধেই প্রথম নিজের দক্ষতা প্রমাণ করতে চলেছে ফিনিক্স গোস্ট। তবে কিরবি জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনের ওপর রুশ আক্রমণের আগে থেকেই ড্রোনটি উন্নয়নের কাজ চলছিল।
রশিয়াকে ঠেকাতে ১২১টিরও বেশি ফিনিক্স গোস্ট ইউক্রেনকে পাঠানো হবে বলে জানা গেছে।
মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, নতুন এই ড্রোন পরিচালনা খুবই সহজ। এর জন্য ইউক্রেনের সেনাদের বিশেষ কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। কেবল সুইচ টিপেই নতুন প্রজন্মের এই অস্ত্র পরিচালনা করা সম্ভব হবে।
- সূত্র: আল জাজিরা