ঘরবাড়ি ছেড়ে পোল্যান্ডে পালাচ্ছে অনেক ইউক্রেনীয়

রাশিয়ান আগ্রাসন থেকে পালিয়ে অনেক ইউক্রেনীয় নাগরিক পোল্যান্ডে পাড়ি দেওয়া শুরু করেছে। দেশটির পূর্ব পাশে অবস্থিত পোল্যান্ড সীমান্তে বৃহস্পতিবার সকাল থেকে মানুষ জড়ো হতে শুরু করে।
রোমানিয়া এবং স্লোভাকিয়াসহ ইউক্রেনের সীমান্তবর্তী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অবশ্য জানিয়েছে, তাদের সীমান্তে এখনও শরণার্থীদের তেমন আনাগোনা দেখা যাচ্ছে। তবে স্থানীয় মিডিয়া এবং প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পায়ে হেঁটে অনেকেই সীমান্তের দিকে রওনা হয়েছে।
পূর্ব ইউক্রেনের বাসিন্দা আলেকজান্ডার বাজহানভ আজ তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে পোল্যান্ড সীমান্তে পাড়ি জমিয়েছেন। পেশায় টেকনিক্যাল ম্যানেজার বাজহানভ একজন সহকর্মীর কাছ থেকে প্রথম শোনেন যে যুদ্ধ শুরু হয়েছে। এরপরই দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
"আমার কোনো অনুভূতি নেই। শুধু ভয় পাচ্ছি অনেক, এতটুকুই। আমি স্পেনে গিয়ে বাবার সাথে দেখা করতে চাই। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই এবং আমি জানি না কীভাবে সেটা করব আমি," বলেন তিনি।
ভ্লাদিমির পুতিনের ঘোষণায় বৃহস্পতিবার স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেন আক্রমণ করে রাশিয়ান বাহিনী।
সূত্র: রয়টার্স।