ইউক্রেনে মার্শাল ল জারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণার পর মার্শাল ল জারি করলো ইউক্রেন। আজ বৃহস্পতিবার সকালে দেশটিতে আক্রমণ শুরু করে রাশিয়া।
ইন্ডিয়া ডটকম এর রিপোর্ট অনুযায়ী, মার্শাল ল এর কঠোর বিধিনিষেধের অধীনে থাকতে পারে যেকোনো ধরনের আন্দোলন, জনগণের স্বাভাবিক চলাফেরা ও রাজনৈতিক কর্মকাণ্ড।
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার সময় পুতিন অন্যান্য দেশকে সতর্ক করে বলেন, রুশ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার যে কোনও প্রচেষ্টা 'আপনাকে এমন পরিণতির দিকে নিয়ে যাবে যা আপনি কখনও দেখেননি'।
তিনি বলেন, যে পূর্ব ইউক্রেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এই হামলার প্রয়োজন ছিল।