বিরোধী দলের ভোট বর্জনের মুখেই আস্থা ভোটে ইমরান খানের জয়

শনিবার (৬ মার্চ) বিরোধী দলের বিক্ষোভ ও বয়কটের মধ্যে অনুষ্ঠিত পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটে জয় পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভোট ঘটনার জের ধরে পার্লামেন্টের বাইরে সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
পার্লামেন্টের ৩৪২ সদস্যের নিম্নকক্ষে ১৭৮টি ভোট পেয়ে জয় পান তিনি, জয়লাভের জন্য প্রয়োজন ছিল ১৭২ ভোট।
সম্প্রতি পার্লামেন্টের উচ্চকক্ষের ভোটে গুরুত্বপূর্ণ একটি আসনে পাকিস্তান সরকারের অর্থমন্ত্রীর পরাজয়ের পর ইমরান খান আস্থা ভোট নেওয়ার সিদ্ধান্ত নেন।
সিনেট আসনের পরাজয়ই ইমরানের প্রতি অনাস্থা নির্দেশ করে এবং আস্থা ভোট এক্ষেত্রে অপ্রয়োজনীয় জানিয়ে এ অধিবেশন বর্জন করে বিরোধী দলগুলো।
স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, পার্লামেন্টের বাইরে বিরোধী দলীয় নেতা-কর্মীদের প্রতিবাদ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই সরকার দলীয় সমর্থকরা তাদের ঘিরে ফেলে এবং হামলা চালায়।
বিরোধী দলীয় নারী কর্মী এবং সিনেটর আব্বাসির ওপর হামলার ঘটনাও দেখা যায় ফুটেজে।
- সূত্র: রয়টার্স