ইসরায়েলি জোট সরকার দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ: নেতানিয়াহু

প্রস্তাবিত জোট সরকার গঠনের বিরোধিতা করে একে দেশের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট মধ্যপন্থী দলের সঙ্গে ক্ষমতা ভাগ করে নেবেন বলে ঘোষণা দেওয়ার পর নেতানিয়াহু ডানপন্থী রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন, তারা যেন নতুন জোট সরকারকে সমর্থন না দেন।
নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী দলগুলোর সামনে আগামী বুধবার পর্যন্ত সরকার গঠন করার সুযোগ রয়েছে। যদি তারা এ ক্ষেত্রে সফল হয়, তাহলে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শাসনের অবসান ঘটবে।
জালিয়াতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু গত মার্চের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে পিছিয়ে পড়েন। গত দুই বছরের মধ্যে এটি ছিল ইসরায়েলের চতুর্থ অমীমাংসিত ভোট, যেখানে আবারও নেতানিয়াহু জোট গঠনে ব্যর্থ হয়েছেন।
১২ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর আসনে থাকা ৭১ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ নেতানিয়াহু রোববার বলেন, 'বামপন্থী সরকার গঠন করবেন না। এমন সরকার ইসরায়েলের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।' তবে তিনি এর বেশি বিস্তারিত ব্যাখ্যা দেননি।
বেনেটকে 'জনগণকে ভুল পথে পরিচালনা' করার দায়ে অভিযুক্ত করেন নেতানিয়াহু। ইয়ামিনা পার্টির ওই নেতা এর আগে একবার লাপিডের সঙ্গে যোগ দেবেন না বলে জনসম্মুখে যে প্রতিজ্ঞা করেছিলেন, তা ভঙ্গের দায়ে তাকে 'এই শতকের সেরা জালিয়াতি' বলে অভিহিত করেন তিনি।
৪৯ বছর বয়সী বেনেট এর আগে ঘোষণা দেন, তার দল একটি জোট সরকার গঠনে যোগ দেবে। বেনেট বলেন, 'নেতানিয়াহু এখন আর ডানপন্থী সরকার গঠনের চেষ্টা করছেন না; কারণ তিনি জানেন, এমন কোনো সরকারের অস্তিত্ব নেই। তিনি আদতে নিজের সুবিধার জন্য পুরো দেশ নিয়ে নিতে চাইছেন। আমি আমার বন্ধু ইয়াইর লাপিডের সঙ্গে মিলে জোট সরকার গঠনের জন্য যা যা প্রয়োজন, সবকিছুই করব।'
এই ঘোষণার আগে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রস্তাবিত চুক্তির শর্তাবলি অনুযায়ী নেতানিয়াহুর পরিবর্তে বেনেট হবেন দেশটির নতুন প্রধানমন্ত্রী এবং পুনরাবৃত্তি প্রক্রিয়ায় পরে এই দায়িত্ব মধ্যমন্থী নেতা ইয়াইর লাপিডের কাছে হস্তান্তর করবেন। তবে এই চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি।
প্রস্তাবিত জোট একইসঙ্গে ইসরায়েলের ডান, বাম ও মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলোকে এক ছাদের তলায় নিয়ে আসবে। রাজনৈতিকভাবে দলগুলোর মধ্যে আদর্শের খুব কম মিল থাকলেও, নেতানিয়াহু শাসনের অবসান ঘটানোর জন্য তারা এক হয়ে কাজ করতে আগ্রহী।
নতুন জোট সরকার গঠনের জন্য সাবেক অর্থমন্ত্রী লাপিডকে ২ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর আগে নেতানিয়াহু এই কাজে ব্যর্থ হয়েছেন। গত নির্বাচনে তার ডানপন্থী দল 'লিকুদে'র পরেই দ্বিতীয় অবস্থানে ছিল লাপিডের দল 'ইয়েশ আতিদ'।
অন্যদিকে, বেনেটের দল ১২০ সদস্যের সংসদের মধ্যে ছয়টি আসন নিশ্চিত করেছে, যার ফলে প্রস্তাবিত জোট সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এগিয়ে থাকবে।
-
সূত্র: বিবিসি