Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 04, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 04, 2025
মে’তে গুরুত্বপূর্ণ ঢাকা-ইইউ বৈঠকে থাকছে গণতন্ত্র, মানবাধিকার প্রসঙ্গ 

অর্থনীতি

আবুল কাশেম
16 April, 2022, 11:45 pm
Last modified: 17 April, 2022, 09:57 am

Related News

  • রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা
  • জুলাই গণ-অভ্যুত্থানের ১৪ মাস পরেও কেন ঐকমত্যের আলোচনা করতে হবে: প্রশ্ন আমীর খসরুর
  • কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ হোসেন
  • বিদেশি সিনেমা, ড্রামা দেখার জন্য মৃত্যুদণ্ড দেওয়া বাড়িয়েছে উত্তর কোরিয়া: জাতিসংঘের প্রতিবেদন
  • গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

মে’তে গুরুত্বপূর্ণ ঢাকা-ইইউ বৈঠকে থাকছে গণতন্ত্র, মানবাধিকার প্রসঙ্গ 

২০২৪ সালের পরও ২৭ জাতির এ জোটে যাতে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকে, সেজন্য এসবের যথাযথ উত্তর তৈরি করছে ঢাকা...
আবুল কাশেম
16 April, 2022, 11:45 pm
Last modified: 17 April, 2022, 09:57 am

গণতন্ত্র, সুশাসন ও বিভিন্ন অধিকার প্রসঙ্গে ইউরোপিয় ইউনিয়নের বেশকিছু জিজ্ঞাসা রয়েছে। ২০২৪ সালের পরও ২৭ জাতির এ জোটে যাতে বাংলাদেশের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকে, সেজন্য এসবের যথাযথ উত্তর তৈরি করছে ঢাকা।   

আগামী ১৮-২০ মে ব্রাসেলসে ইইউ-বাংলাদেশ যৌথ কমিশনের ১০ম সেশন। সেখানে নির্বাচন ও বিচার ব্যবস্থা সংস্কার, সুশাসন, মানবাধিকার, শ্রমিক নিরাপত্তা অধিকারসহ বেশকিছু বিষয়ে আলোচনা হতে চলেছে।   

বর্তমানে ইইউ- এর বাজারে বাংলাদেশে এভরিথিং বাট আর্মস (ইবিএ) সুবিধার আওতায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশি পণ্য। তবে এ নীতি ২০২৪ সালে সংশোধিত হয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করবে। 

ইইউ-বাংলাদেশ আলোচনা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সামনে রেখে এরমধ্যেই মানবাধিকার, গণতন্ত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানাবিধ বিষয়ে নিজ অবস্থান ব্যাখ্যা ও নীতি প্রণয়নের প্রস্তুতি শুরু করেছে ঢাকা। এমনটাই জানিয়েছে সরকারি সূত্রগুলি।  

এজন্য আগামী ১৭ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে সভায় বসছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির। তার আগেই মন্ত্রণালয়গুলোর কাছ থেকে বাংলাদেশের নীতি ও অবস্থান সম্পর্কিত লিখিত বক্তব্য চেয়েছে লেজিসলেটিভ বিভাগ।

গণতন্ত্র, মানবাধিকার বিষয়ে ঢাকার অবস্থান ব্যাখ্যা 

এর আগে গত মার্চে ঢাকায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্ব সংলাপে বাংলাদেশকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সরকারি অবস্থানের পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকার ও শ্রম অধিকারের বিষয়গুলো ব্যাখ্যা করতে হয়।

যুক্তরাষ্ট্রের প্রশ্নের জবাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়নের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের আইন প্রণয়নের বিষয়টি গুরুত্ব-সহকারে তুলে ধরে ঢাকা। গুরুত্ব দিয়ে আরো দেওয়া হয়, নারায়ণগঞ্জের বহুল আলোচিত 'সেভেন মার্ডার' হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের মতো কর্মকাণ্ডের মাধ্যমে মানবাধিকার রক্ষায় র‍্যাবের ভূমিকার উদাহরণ।

২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর শ্রম অধিকার রক্ষায়, সরকার যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে তাও তুলে ধরে বাংলাদেশ।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, আসন্ন ইইউ-বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠকেও সরকার এই গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবে।

যৌথ কমিশনটি ২০০১ সালের সহযোগিতা চুক্তির অধীনে ইইউ এবং বাংলাদেশের গৃহীত প্রতিশ্রুতি অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে, ২০১৯ সালের ২১ অক্টোবর যৌথ কমিশনের ৯ম অধিবেশন ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

যৌথ কমিশনের বৈঠকের আগে অনুষ্ঠিত হবে: মানবাধিকার ও সুশাসন; বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সহযোগিতা বিষয়ক তিনটি উপ-গ্রুপের সভা।

সূত্রগুলি টিবিএসকে জানিয়েছে যে, যৌথ কমিশন সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব। লেজিসলেটিভ বিভাগের সচিব মানবাধিকার ও সুশাসন উপ-গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। বাণিজ্য সচিব বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা উপ-গ্রুপের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন এবং উন্নয়ন সহযোগিতা সাব-গ্রুপের সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব।

ইআরডি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠি দিয়ে, তাদের প্রত্যেককে ব্রাসেলসের বৈঠকে যোগদানের জন্য দুজন কর্মকর্তাকে মনোনীত করতে বলেছে; যাদের একজনকে অবশ্যই সচিব বা অতিরিক্ত সচিব এবং অন্যজনকে একজন যুগ্মসচিব বা উপসচিব হতে হবে।

ঢাকা নতুন ইইউ জিএসপির আওতায় সুবিধা চায়

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৫০ শতাংশ ইইউ বাজার থেকে আসে; কারণ অস্ত্র ও গোলাবারুদ ছাড়া সব বাংলাদেশি পণ্য সেখানে শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার ভোগ করে। তবে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক ২০২৪ সাল থেকে এ সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছে, ওই বছর ইইউ তাদের নতুন জিএসপি (জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস) নীতি চালু করবে। 

নতুন নীতির অধীনে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত রাখতে ইইউ ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশকে একটি ৯ দফা কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) শর্ত হিসেবে দেয় এবং এটি বাস্তবায়নের সময় নির্ভর একটি রোডম্যাপ চেয়েছিল। সেখানেই প্রথমবারের মতো মানবাধিকারের বিষয়টিকে ৯ দফা কর্মপরিকল্পনার একটি উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এতে শিশুশ্রম নির্মূল, সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) অধিভুক্ত কারখানায় ট্রেড ইউনিয়ন চালু করার মতো "সংবেদনশীল" বিষয়গুলিও ছিল।

এক বছর পর বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে ৯-দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি রোডম্যাপ জমা দেয়। রোডম্যাপের বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে দেখতে, ইইউর ইবিএ পর্যালোচনা কমিটি গত মাসে বাংলাদেশ সফর করে।

এছাড়াও, ২০২৩ সালে বিদ্যমান ইবিএ'র মেয়াদ শেষ হবে। তাই ২০২৪ সাল থেকে ইবিএ সুবিধা অব্যাহত রাখা ও উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর ২০২৯ সাল থেকে ইইউভূক্ত দেশগুলোতে জিএসপি সুবিধা পাওয়ার জন্য কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ।

ইইউ মানবাধিকার এবং রাশিয়া-ইউক্রেন ইস্যুতে সমর্থনকে গুরুত্ব দিচ্ছে 

নাম না প্রকাশের শর্তে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টিবিএসকে বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপিয় ইউনিয়ন কম্বোডিয়া এবং মিয়ানমারের জন্য জিএসপি সুবিধা স্থগিত করলেও; জোটটি কখনোই বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে ইবিএ বা জিএসপি স্কিমের সঙ্গে যুক্ত করেনি। তবে ইইউ গত দুই বছর ধরে এই ইস্যুতে মনোযোগ দিচ্ছে বলে জানান তিনি। 

সরকারি কর্মকর্তারা মনে করেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইইউ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে অতিরিক্ত গুরুত্ব দেবে।

তারা আরো বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের মতো ইইউ-ও পশ্চিমা বিশ্বের অবস্থানের পক্ষে বাংলাদেশের সমর্থন চাইতে পারে।

সুশাসন ও মানবাধিকার বিষয়ক সাব-গ্রুপের খসড়া এজেন্ডা বিশ্লেষণে দেখা যায়, এতে গণতন্ত্র, সুশাসন ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সুশীল সমাজের কার্যক্রমের মতো বিষয়গুলিকেও গুরুত্ব দেওয়া হবে। একইসাথে, জাতিসংঘে মানবাধিকার ইস্যুতে সহযোগিতা এবং সংখ্যালঘুদের অধিকারও বৈঠকে আলোচনার প্রধান বিষয়গুলির মধ্যে রয়েছে।

নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, মৃত্যুদণ্ড বাতিল, রোহিঙ্গা শরণার্থী সংকট ও তাদের প্রত্যাবাসনও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে।

উন্নতির চেষ্টাও নির্ণায়ক ভূমিকা রাখবে

এদিকে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি, ইইউ মানবাধিকার এবং পরিবেশগত বিষয়ে উন্নতির চেষ্টা সম্পর্কিত তাদের দীর্ঘ প্রতীক্ষিত খসড়া প্রবিধান প্রকাশ করেছে - যা তাদের টেকসই কর্পোরেট গভর্নেন্সের উদ্যোগের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। 

বৃহৎ ইইউ কোম্পানি এবং ইউরোপে উল্লেখযোগ্য ব্যবসা করছে এমন কিছু নন-ইউরোপীয় কোম্পানিকে খসড়া প্রবিধান মেনে চলার ক্ষেত্রে তাদের ব্যবসায়ীক কার্যক্রমের ক্ষেত্রে প্রকৃত ও সম্ভাব্য মানবাধিকার এবং নেতিবাচক পরিবেশগত প্রভাবগুলি মূল্যায়ন করতে হবে। একইসাথে, তাদের সরবরাহ শৃঙ্খলেও এসবের প্রভাব হ্রাস, প্রতিরোধ, প্রশমিত এবং প্রতিকারের জন্য পদক্ষেপ নিতে হবে।

যে কোম্পানিগুলি কার্যকর যথাযথ পদক্ষেপ নিতে বা প্রতিরোধ/ প্রতিকারমূলক ব্যবস্থা বাস্তবায়নে ব্যর্থ হবে- তারা প্রশাসনিক জরিমানা এবং নাগরিক দায়বদ্ধতা উভয়ের মুখোমুখি হবে।

ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল ইসলাম বাণিজ্য মন্ত্রণালয়ে লেখা একটি চিঠিতে জানিয়েছেন, "জার্মানি কর্তৃক প্রণীত যথাযথ পরিশ্রমের বাধ্যবাধকতা এবং ইইউ কর্তৃক প্রস্তাবিত গাইডলাইন- ইউরোজোনে বাংলাদেশের রপ্তানির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই, আসন্ন যথাযথ অধ্যবসায়ের দায়বদ্ধতার চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে।"

অন্যদিকে, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সাব-গ্রুপের বৈঠকে বাংলাদেশে শিপিং ও লজিস্টিক সেবা, শুল্ক ছাড়পত্র ও কর নীতি, চামড়া ও চামড়া রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিনিয়োগের বিষয়গুলি আলোচিত হবে। 

ফেব্রুয়ারিতে ইইউ বাংলাদেশের সাথে তাদের বাণিজ্য সহজতর করতে, নিস্ক্রিয় কন্টেইনারগুলি সরিয়ে নেওয়াসহ, সেগুলোর চক্রাকার ব্যবহার প্রবর্তনের মাধ্যমে সমস্ত আমদানিকৃত কার্গোর জন্য অফ-ডক শুল্ক সুবিধা বাড়ানোর প্রস্তাব করেছিল।

পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক চিঠিতে ইইউ ঢাকার রেল ও নদী টার্মিনালগুলির মধ্যে খালি কন্টেইনার বিনিময়ের অনুমোদনও চেয়েছে।

এছাড়াও, ইইউ বিনিয়োগ বৃদ্ধির জন্য লজিস্টিক খাতে বিদেশি কোম্পানির অংশীদারিত্ব বর্তমান ৪৯ শতাংশ থেকে ১০০ শতাংশ বৃদ্ধির অনুমতি চেয়েছে ইইউ। 

লজিস্টিক-সম্পর্কিত পরিষেবাগুলিকে সহজতর করার জন্য আহ্বান জানিয়ে ইইউ বলেছে, বাংলাদেশে শিপিং এবং লজিস্টিকসে একটি বড় চ্যালেঞ্জ হল একাধিক মন্ত্রণালয় এবং সংস্থার সম্পৃক্ততা- যা নীতি, নিয়ম ও প্রবিধান, পরিকল্পনা, পরিকাঠামো পরিচালনা এবং পরিষেবা দানে (নেতিবাচক) ভূমিকা রাখে। 

Related Topics

টপ নিউজ

ধাকা-ইইউ বৈঠক / মানবাধিকার / গণতন্ত্র / জিএসপি সুবিধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশি ওয়াচ মেকার: দেশের প্রথম হাতঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান
  • ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড 
    ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড 
  • ছবি: আর্কাইভ ফটোস
    ভীষণ অলস, আনাড়ি সেনাপতি আর বিড়াল-বিদ্বেষী; হিটলারের যে দিকগুলো এখনো বলা হয়নি
  • ছবি: সংগৃহীত
    মিরপুরে চালক-হেলপারকে মারধর, যাত্রীদের নামিয়ে বাসে আগুন
  • ছবি : সংগৃহীত
    বই সংগ্রহের নেশা: ঠিক কতগুলো বইকে অসংখ্য কিংবা অনেক বেশি বলা যেতে পারে?
  • ছবি: রয়টার্স
    ট্রাম্পকে পাল্টা জবাব পুতিনের, বললেন ন্যাটো কি ‘কাগুজে বাঘ’?

Related News

  • রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ৯৬ মিলিয়ন ডলারের নতুন সহায়তা ঘোষণা
  • জুলাই গণ-অভ্যুত্থানের ১৪ মাস পরেও কেন ঐকমত্যের আলোচনা করতে হবে: প্রশ্ন আমীর খসরুর
  • কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: জাহিদ হোসেন
  • বিদেশি সিনেমা, ড্রামা দেখার জন্য মৃত্যুদণ্ড দেওয়া বাড়িয়েছে উত্তর কোরিয়া: জাতিসংঘের প্রতিবেদন
  • গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশি ওয়াচ মেকার: দেশের প্রথম হাতঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান

2
ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড 
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড 

3
ছবি: আর্কাইভ ফটোস
আন্তর্জাতিক

ভীষণ অলস, আনাড়ি সেনাপতি আর বিড়াল-বিদ্বেষী; হিটলারের যে দিকগুলো এখনো বলা হয়নি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুরে চালক-হেলপারকে মারধর, যাত্রীদের নামিয়ে বাসে আগুন

5
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

বই সংগ্রহের নেশা: ঠিক কতগুলো বইকে অসংখ্য কিংবা অনেক বেশি বলা যেতে পারে?

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাল্টা জবাব পুতিনের, বললেন ন্যাটো কি ‘কাগুজে বাঘ’?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net