গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সেইসঙ্গে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, 'দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা আমাদের ঐক্যকে দৃঢ় করব এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে যত ষড়যন্ত্রই আসুক, দেশবিরোধী যত ষড়যন্ত্র আসুক, দেশের স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্র আসুক; সব ষড়যন্ত্রকে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে মোকাবিলা করার শপথ নিতে চাই আজ।'
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই আহ্বান জানান। ১২ দলীয় জোটের উদ্যোগে 'আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ও নির্বাচন বানচালের চক্রান্ত রুখে দাও'- শীর্ষক এই সমাবেশ হয়।
এসময় তিনি বলেন, 'আমি ১২ দলীয় জোট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অতীতে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, এখনও আছেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযাত্রায়ও আপনারা তার পাশে থাকবেন এই প্রত্যাশা করি।'
তিনি আরও বলেন, 'আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা ৩১ দফায় রয়েছে।'
ডা. জাহিদ বলেন, 'দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এমন একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলব, যার মাধ্যমে কোনো অবস্থাতেই ফ্যাসিবাদ দূরে থাক, ফ্যাসিবাদের দোসররাও কোনো ফাঁক-ফোঁকর দিয়েও ঢোকার কোনো সুযোগ পাবে না।'
তিনি বলেন, 'ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকেই আমরা সব ষড়যন্ত্র রুখে দেবো।'
১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।