জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ইশতেহারে অঙ্গীকার করবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের যে বিষয়গুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যেতে পারে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন বলেন, 'সংবিধান সংশ্লিষ্ট ১৯টি মৌলিক বিষয়সহ জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার করবে। যারা নির্বাচিত হয়ে সংসদে যাবে, তারা দুই বছরের মধ্যে এসব বাস্তবায়ন করবে। এটাই বৈধ প্রক্রিয়া। এর বাইরে কোনো আইনগত বা সাংবিধানিক প্রক্রিয়া থাকলে তাতে আমরা একমত হবো।'
কিছু দল বিশেষ সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছে উল্লেখ করে তিনি বলেন, 'পদ্ধতিগত ত্রুটির কারণে আদালতে চ্যালেঞ্জ হলে জুলাই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই ভুল সিদ্ধান্ত না নিতে বিষয়টি মাথায় রাখতে হবে। সাংবিধানিক সিদ্ধান্ত নেয়ার আগে এসব বিষয় গুরুত্বসহকারে দেখা উচিত।'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, 'বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত। এর মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু হবে।'
একইসঙ্গে দ্বৈত সাংবিধানিক ব্যবস্থায় যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, 'এই সরকার সংবিধানের ধারাবাহিকতায় গঠিত হয়েছে।'