ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, 'বিগত সরকারের সময় ছাত্ররা ক্যাম্পাসে থাকতে পারেনি। শুধুমাত্র সরকারি ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছিল। অন্য কোনো সংগঠনের বিকাশের ন্যূনতম সুযোগ ছিল না। তারপরও আমাদের দেশের ছাত্ররা খুবই সচেতন, তারা তাদের বুদ্ধিমত্তা দিয়ে সিদ্ধান্ত নেবে।'
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে স্বনির্ভর দেশ গড়বে।'
জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, 'প্রতিটি আন্দোলনে নারীরা সক্রিয় ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আমরা এখনও গণতন্ত্র ফিরে পাইনি। গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে নারীরা স্ফূলিঙ্গ হয়ে মাঠে থাকবে।'
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফা চৌধুরী মনি, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ অন্যান্য নেতা-কর্মীরা।