‘গাছের মতো’ লম্বা পায়ের মেয়ে!

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কিশোরী ম্যাকি কারিনকে বন্ধুরা মজা করে গাছের সঙ্গে তুলনা দেয়। কারণ, ওর ডান পা ১৩৪.৩ সেন্টিমিটার (প্রায় ৪ ফুট ৪ ইঞ্চি) আর বাম পা ১৩৫.৩ সেন্টিমিটার (প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি) লম্বা। পৃথিবীর সবচেয়ে লম্বা পায়ের নারী হিসেবে গিনেস বুকে নাম উঠেছে তার।
কারিনের উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি। পা অতিরিক্ত বড় হওয়ায় বাজারে থাকা লেগিংস বা প্যান্ট সে পরতে পারে না; বানিয়ে নিতে হয়।
এত লম্বা পায়ের কারণে তাকে যে কখনো কটুক্তি শুনতে হয় না, তা নয়। তবে সেসব পাত্তা দেয় না ১৭ বছর বয়সী এই কিশোরী; বরং এই বিশেষত্ব বেশ উপভোগ করে।

পায়ের জন্য চলাফেরায় মাঝে মধ্যে ঝামেলা পোহাতে হয় তাকে। কোনো কোনো দরজা দিয়ে বের হতে, কিংবা গাড়িতে বসতে হিমশিম খায়। তবে বড় পায়ের সুবিধা নিয়ে স্কুলের ভলিবল টিমের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছে কারিন।
ওর আগে পৃথিবীর সবচেয়ে লম্বা পায়ের নারীর বিশ্ব রেকর্ড ছিল রাশিয়ান একারেরিনা লিসিনার দখলে।
অবশ্য পা লম্বা হলেও উচ্চতায় সবচেয়ে লম্বা নারী হওয়া থেকে বেশ দূরেই অবস্থান কারিনের। কেননা, এই রেকর্ডের অধিকারী চীনের সুন ফাং নামে যে নারী, তার উচ্চতা ৭ ফুট ৩ ইঞ্চি।
- সূত্র: স্কাই নিউজ