বনশ্রীতে অটোরিকশার ধাক্কার পর বাসচাপা, ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর বনশ্রীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কার পর বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে খিলগাঁও থানাধীন বনশ্রীর এফ ব্লকের মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আব্দুল্লাহ আল নোমান (২০) ও পাবেল (১৯)। তারা দুজনই রূপগঞ্জের বাসিন্দা।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন টিবিএসকে বলেন, একটি অটোরিকশা হঠাৎ করে মোটরসাইকেলটি চাপ দিলে সেটি গিয়ে চলন্ত বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজন মারা গেছে।
বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।