নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়

বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন নিগার। ৫টি করে উইকেট নেন ফাহিমা ও সুমনা; নারী ওয়ানডের ইতিহাসে দুজন বোলারের ৫ উইকেট নেওয়ার এটাই প্রথম কীর্তি। এ ছাড়াও আরও কয়েকটি রেকর্ড গড়ে বাংলাদেশ।