দুই বছর না যেতেই ১১ কোটি টাকার টানেল চুইয়ে পড়ছে পানি, ঝুঁকি নিয়ে চলাচল যাত্রীদের

বর্তমানে টানেলটিতে কোনো বাতি নেই, ফলে ভেতরে ঘুটঘুটে অন্ধকার; দিন-দুপুরেই গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে যেতে হয়। টানেলের দেওয়াল দিয়ে চুইয়ে বৃষ্টির পানি পড়ে। অথচ বাইরে ভারী বৃষ্টি নেই; কেবল গুড়ি গুড়ি...