কামাদা ও কুবোর গোলে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করল জাপান

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বে প্রথম দল হিসেবে বিশ্বকাপে কোয়ালিফাই করল জাপান। গত বৃহস্পতিবার খেলার দ্বিতীয়ার্ধে জাপানের দাইচি কামাদা এবং তাকেফুসা কুবোর গোলে বাহরাইনের বিপক্ষে জয় পায় জাপান।
মিডফিল্ডার কামাদা ৬৬ মিনিটের পরে জাপানকে এগিয়ে নিতে মাঠে নামেন। এদিকে কুবো সময়ের অতিরিক্ত তিন মিনিটে গোলে করে এশিয়ার প্রাথমিক পর্বের গ্রুপ সি-তে শীর্ষ স্থানে সামুরাই ব্লুয়ের স্থান নিশ্চিত করে।
এ জয়ের মাধ্যমে জাপান টানা অষ্টম বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করল।
এদিকে তেহরানে অনুষ্ঠিত গ্রুপ-এ-এর ম্যাচে ইউনাইটেড আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়ে ইরান চতুর্থবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করার দ্বারপ্রান্তে রয়েছে। একই সঙ্গে উজবেকিস্তান কিরগিজস্তানকে ১-০ ব্যবধানে হারিয়ে তাদের বিশ্বকাপ কোয়ালিফাইয়ের দ্বারপ্রান্তে রয়েছে।
এশিয়ার তিনটি বাছাইপর্বের প্রতিটি গ্রুপের প্রথম দুটি দল পরের বছর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিবে। অপরদিকে তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলগুলো কোয়ালিফাইয়ের জন্য আরও একটি প্লে-অফ রাউন্ড খেলবে।
সাইতামা স্টেডিয়ামে বদলি হিসেবে মাঠে নামার তিন মিনিট পর কামাদা একটি গোল করেন।
কুবো জাপানের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়। তিনি দ্বিতীয় গোলটি করেন। বিপরীত দলের গোলরক্ষক ইব্রাহিম লুফতাল্লাকে পাশ কাটিয়েই তিনি গোলপোস্টে বল ঢুকিয়ে দেন।
অস্ট্রেলিয়া
জাপানের এ ফলাফল গ্রুপ সি-তে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া থেকে ৯ পয়েন্টে এগিয়ে আছে। অস্ট্রেলিয়া সিডনিতে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জিতেছে।
মার্টিন বয়েল পেনাল্টি থেকে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন ও জ্যাকসন আর্ভাইন দুটি, নিশান ভেলুপিলে একটি ও লুইস মিলার একটি গোল করেন।
অস্ট্রেলিয়ার পেছনে এক পয়েন্ট কমে রয়েছে সৌদি আরব। তারা চীনকে পরাজিত করে এ অবস্থানে উঠে এসেছে।
এদিকে ইরান গ্রুপ-এ-তে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে। আগামী মঙ্গলবার উজবেকিস্তানের সঙ্গে খেলায় ড্র করতে পারলে তারা বিশ্বকাপে কোয়ালিফাই করবে।