'আমি এখন প্রেসিডেন্ট!' অথচ সাবেক প্রেসিডেন্ট ওবামাকে নিয়ে সবাই ব্যস্ত!

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হোয়াইট হাউজে পেয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে উপেক্ষা করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ২০১৭ সালে প্রেসিডেন্টের কার্যালয় ছাড়ার পর এবারই প্রথম হোয়াইট হাউজে ফিরলেন আমেরিকার ৪৩তম প্রেসিডেন্ট ওবামা।
গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার হোয়াইট হাউজে আয়োজিত ওই অনুষ্ঠানে নিঃসঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছেন ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। এক পর্যায়ে তাকে দুই হাত তুলে হতাশ ভঙ্গি করতে দেখা যায়, পাশেই ওবামার পাশে ভিড় করে ছিল একদল অতিথি।
আমেরিকার 'অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট' (যা ওবামাকেয়ার হিসেবেই বেশি পরিচিত) এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানো হয়েছিল ৬০ বছর বয়সী ওবামাকে।
ওবামাকেয়ার আইনে থাকা 'ফ্যামিলি গ্লিচ' নামক নিয়ম পুনর্গঠন করতে চায় বাইডেন প্রশাসন। সে উপলক্ষেই একত্রিত হয়েছিলেন দুই প্রেসিডেন্ট।
তবে ওবামার দাপটে বাইডেনের জৌলুস-প্রতিপত্তি ক্ষুণ্ণ হওয়ার আগেই অনুষ্ঠান মাতিয়েছেন দুই প্রেসিডেন্ট। ওবামা প্রশাসনের সময় দুজনের কাজকর্ম মশকরা করেন তারা। তুমুল করতালির মধ্যেই সোৎসাহে একে অপরকে আলিঙ্গন করেন এবং হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।

নিজের বক্তব্যের শুরুতেই ওবামা মজা করে বলেন, ভাইস প্রেসিডেন্ট বাইডেনই তাকে নিয়োগ দিয়েছিলেন এবং গত পাঁচ বছরে অনেক পরিবর্তন এসেছে। এমনকি সিক্রেট সার্ভিস এজেন্টদের এখন এভিয়েটর সানগ্লাস পরতে বাধ্য করা হচ্ছে! অনুষ্ঠানে টাই পরে আসা নিয়েও ঠাট্টা করেন তিনি। কথার শেষে 'ধন্যবাদ, ভাইস প্রেসিডেন্ট' বলে সবাইকে এক মুহূর্তের জন্য চমকে দিলেও, এর পরপরই বলেন, "ভাইস প্রেসিডেন্ট শব্দটা মজা করে বলেছি।"
তবে এ বক্তব্যের পরপরই ভক্ত-অনুরাগীদের ভিড় দেখা যায় ওবামার কাছে, সবার সাথে করমর্দন করেন তিনি। কিন্তু একই সময়ে বাইডেনকে আশেপাশে ঘুরতে দেখা গেলেও, বিশেষ কেউ এগিয়ে আসেননি তার সাথে কথা বলতে।
ভিন্ন আরেকটি ভিডিওতে দেখা যায়, ওবামা এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পেছনে দাঁড়িয়ে আছেন বাইডেন। প্রথম দুজনের সাথে অনেকে করমর্দন করলেও, খাতির পাননি বাইডেন।
পার্টিতে বারাক ওবামার আকাশচুম্বী জনপ্রিয়তার বিচারে বাইডেনের দ্যুতি ম্লান হয়ে যাওয়া খুব অবাক করা বিষয় নয়। বরং বাইডেনের চাইতে সাবেক প্রেসিডেন্টকেই বেশি প্রাণশক্তিতে ভরপুর মনে হচ্ছিলো!
এদিকে বাইডেনের এই ভিডিও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে নেটিজেনদের কাছে। কেউ কেউ বলছেন, বাইডেনকে একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছেন ওবামা। এমনকি প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও হোয়াইট হাউজকে নিজের আদেশমত চালাতে পারছেন না তিনি!
কেউ আবার আরেক কাঠি সরেস, তিনি টুইটারে মন্তব্য করেছেন, "হোয়াইট হাউজ আসলে কে চালাচ্ছে? দেখে তো মনে হয় না সেই ব্যক্তিটি বাইডেন!"
কেউ কেউ আবার বাইডেনের এই অসহায় পরিস্থিতি দেখে দুঃখই পেয়েছেন। টুইটারে একজন লেখেন, "ছবি দেখেই বলা যায় যে বাইডেন হেরে গেছেন! এটা খুব দুঃখজনক। আমি তার নীতি বা ডেমোক্রেটদের সাথে একমত নই। কিন্তু আমি থাকলে আমি নিজেই তার সাথে কথা বলতাম।"
সূত্র: ডেইলি মেইল