গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, সামরিক দৃষ্টিকোণ থেকে ‘অযৌক্তিক’ বললেন ওবামা

গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, "যে জায়গা আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটিকে অবিরাম আঘাত করার মধ্যে আর কোনো সামরিক যৌক্তিকতা নেই।"
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশ্যে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, "যে জায়গা আগেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটিকে অবিরাম আঘাত করার আর কোনো সামরিক যৌক্তিকতা নেই।"
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে যখন বিশ্বের নেতারা জড়ো হয়েছেন, তখনই ওবামা এমন মন্তব্য করলেন। ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্য এমন মন্তব্য তার ক্ষেত্রে খুবই বিরল। এদিকে এবারের জাতিসংঘ অধিবেশনেও প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলয়ের চলমান বর্বরতা।
এই অবস্থায় গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ওবামা জরুরি-ভিত্তিতে গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, "গাজার ভেতরে যে মানবিক সংকট চলছে তা উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়।"
একই সঙ্গে তিনি বলেন, "অবশ্যই আমাদের দাবি করতে হবে—উভয় পক্ষ এমন পথ খুঁজে বের করুক যাতে একটি সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি অবস্থান করতে পারে একটি ফিলিস্তিনি রাষ্ট্র ও তার স্বায়ত্তশাসন।"
এসময় ওবামা রাজনৈতিক নেতাদেরও একহাত নেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বিভিন্ন নেতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সংঘাতকে অব্যাহত রাখার এক ধরনের 'নৈরাশ্যবাদী খেলা' খেলছেন।
নিজের প্রেসিডেন্ট থাকাকালে নেতানিয়াহুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। ওবামা বলেন, "আমার মনে হয় বলা যায়, আমি আর ইসরায়েলের প্রধানমন্ত্রী—যিনি এখনও ক্ষমতায় আছেন—বিশেষ ভালো বন্ধু ছিলাম না।"
তবে হামাসকেও ছাড় দেননি তিনি। ওবামার ভাষায়, হামাসের "নৃশংস কৌশল, যার মাধ্যমে তারা সমস্যার সমাধান করতে চায় অথচ পুরো জনগণকে ঝুঁকির মধ্যে ফেলে, সেটি এক ধরনের চরম নৈরাজ্যবাদ যা আমি প্রত্যাখ্যান করি।"
ওবামার মন্তব্য এসেছে এমন সময়ে যখন বর্তমান মার্কিন প্রশাসনও এই সংঘাত নিয়ে স্পষ্ট বিরক্তি প্রকাশ করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না।
"এখন যথেষ্ট হয়েছে। থামার সময় এসেছে," বলেন ট্রাম্প। তিনি জানান, এই বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলেছেন। একইসঙ্গে মার্কিন দূতরা আরব নেতাদের কাছে যুদ্ধবিরতির জন্য ২১ দফা শান্তি পরিকল্পনাও প্রস্তাব করেছেন।
এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে বেশকিছু পশ্চিমা রাষ্ট্রের সাম্প্রতিক সময়ে দেওয়া স্বীকৃতির নিন্দা করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, "পক্ষপাতদুষ্ট মিডিয়া, উগ্র ইসলামপন্থী গোষ্ঠী এবং ইহুদিবিরোধী দঙ্গলের (মব) চাপের মুখে বিশ্বনেতারা নতিস্বীকার করেছেন।"
এমন প্রেক্ষাপটে গাজায় যুদ্ধ আরও তীব্র হচ্ছে। ইসরায়েলি সেনারা গাজা সিটিতে স্থল অভিযান চালাচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এ অভিযানের কারণে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হতে পারে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, অভিযান শুরুর পর থেকে ইতিমধ্যেই ৬ লাখ ৪০ হাজার মানুষ শহর ছেড়ে গেছে।