গাজায় ইসরায়েলপন্থী সশস্ত্র গোষ্ঠীর প্রধান নিহত; হামাস ঠেকাতে ইসরায়েলি পরিকল্পনায় বড় ধাক্কা
গাজায় হামাসবিরোধী একটি সশস্ত্র গোষ্ঠীর প্রধান ইয়াসির আবু শাবাব নিহত হয়েছেন। পারিবারিক বিরোধ নিষ্পত্তির সময় তিনি মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে গোষ্ঠীটি। তার মৃত্যু গাজায় হামাসের বিরুদ্ধে স্থানীয় গোষ্ঠীগুলোকে দাঁড় করানোর ইসরায়েলি পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
'গাজাস পপুলার ফোর্সেস' নামের ওই গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে তাদের নেতা মারা গেছেন। তবে হামাসের হামলায় তিনি নিহত হয়েছেন—এমন খবরকে তারা 'বিভ্রান্তিকর' বলে উড়িয়ে দিয়েছে।
ইয়াসির আবু শাবাব গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর একজন বেদুইন আদিবাসী নেতা ছিলেন। বর্তমানে এলাকাটি ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। গত দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে গাজায় হামাসবিরোধী যে কয়টি ছোট ছোট গোষ্ঠী গড়ে উঠেছিল, তার মধ্যে ইয়াসির আবু শাবাবের দলটিই ছিল সবচেয়ে প্রভাবশালী।
'ইসরায়েলের সহযোগী' হিসেবে চিহ্নিত করে হামাস তাকে হত্যা বা আটক করার নির্দেশ দিয়েছিল। তাই তার মৃত্যু হামাসের জন্য সুবিধাজনক হতে পারে।
গত জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছিলেন যে হামাসকে মোকাবিলা করতে স্থানীয় গোষ্ঠীগুলোকে অস্ত্র দিচ্ছে ইসরায়েল। তবে এ বিষয়ে এরপর আর বিস্তারিত কিছু জানায়নি দেশটি।
গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও রাফাহতে সহিংসতা থামেনি। বুধবার সেখানে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেছে এবং ইসরায়েল জানিয়েছে, তাদের চার সেনা আহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে, রাফাহর সুড়ঙ্গে আটকে থাকা প্রায় ৪০ হামাস যোদ্ধাকে তারা হত্যা করেছে।
গত ১৮ নভেম্বর আবু শাবাবের গোষ্ঠী একটি ভিডিও প্রকাশ করেছিল। সেখানে দেখা যায়, তার ডেপুটি রাফাহকে 'সন্ত্রাসমুক্ত' (হামাসমুক্ত) করতে অভিযানের নির্দেশ দিচ্ছেন। গোষ্ঠীটি জানিয়েছে, তারা আবু শাবাবের পথ অনুসরণ করে লড়াই চালিয়ে যাবে।
এদিকে আবু শাবাবের মৃত্যুর স্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের সংবাদমাধ্যম 'কান' ও 'আর্মি রেডিও' নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছিল, দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি করার বিষয়টি অস্বীকার করেছে।
গত জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক নিবন্ধে তারাবিন বেদুইন গোত্রের নেতা আবু শাবাব দাবি করেছিলেন, রাফাহ এলাকায় তারা নিজস্ব প্রশাসন গড়ে তুলেছেন। যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর কাছে এর স্বীকৃতি ও সহায়তাও চেয়েছিলেন তিনি।
আবু শাবাবের গোষ্ঠী অবশ্য ইসরায়েলের সহায়তা নেওয়ার কথা অস্বীকার করে আসছে। তবে গত জুনে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, গাজার স্থানীয় গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়ায় ইসরায়েলি সেনাদের প্রাণ বেঁচেছে।
তবে ইসরায়েলের ভেতরেই এই নীতির সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে, ২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসা হামাসের সত্যিকারের বিকল্প হওয়ার ক্ষমতা এসব স্থানীয় গোষ্ঠীর নেই।
