১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ফাইনালে বাংলাদেশ সময় রোববার ভোরে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ধুন্ধুমার এই লড়াইয়ে ২২তম মিনিটে এগিয়ে গেছে আর্জেন্টিনা। ব্রাজিলের জাল খুঁজে পেয়েছেন আনহেল ডি মারিয়া।
রদ্রিগো দি পলের লম্বা করে বাড়ানো পাস থেকে বল পান ডি মারিয়া। ডান প্রান্ত থেকে ছুটে গিয়ে ব্রাজিলের গোলরক্ষক মোরায়েসের মাথার উপর দিয়ে বল জালে জড়ান তিনি। এরপর অনেক চেষ্টার পরও সমতায় ফিরতে পারেনি ব্রাজিল। ঐতিহাসিক মারকানা স্টেডিয়ামে প্রথমার্ধ শেষেও লিড ধরে রেখেছে কোপা আমেরিকার সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
গোলশোধে মরিয়া ব্রাজিল অবিরত আক্রমণ সাজিয়ে যাচ্ছে। কিন্তু ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছে আর্জেন্টিনা।