সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 'মঞ্চ ৭১' আয়োজিত একটি আলোচনা সভা 'জুলাই যোদ্ধাদের' প্রতিরোধের মুখে পণ্ড হয়ে গেছে।
আলোচনা সভায় অংশগ্রহণকারী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাবেক সচিব আবু আলম শহীদ খানকে 'জুলাই যোদ্ধারা' অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলোচনা সভায় বক্তারা 'জয় বাংলা' স্লোগান দেন এবং জুলাই আন্দোলনের 'সমালোচনা করে বক্তব্য' দেন। এ সময় 'জুলাই যোদ্ধা' ব্যানারে একদল জনতা তাদের অবরুদ্ধ করে ফেলে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
জানা গেছে, পল্টন থানা জামায়াতে ইসলামীর নেতা শামীম হোসাইনও ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন৷
বেলা পৌনে ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, 'লতিফ সিদ্দিকীকে পুলিশ নিয়ে এসেছে। তবে তার বিরুদ্ধে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা দেখা হচ্ছে।'
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, লতিফ সিদ্দিকী ও অন্যান্যদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হতে পারে।
উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে 'মঞ্চ ৭১' 'আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান' শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।