টেকনাফে পাহাড়ে আটকে রাখা শিশু-নারীসহ উদ্ধার ৩৮, আটক ২

পাচারের উদ্দেশে কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে আটকে রাখা নারী-শিশুসহ ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এসময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়। অভিযানে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার করা হয়। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককারীরা মুক্তিপণ আদায় এবং সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশে ভুক্তভোগীদের দীর্ঘদিন ধরে পাহাড়ি আস্তানায় আটকে রেখে নির্যাতন করছিল।
উদ্ধার ব্যক্তি ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।