নতুন সম্পর্কে জড়ালে 'কম বয়সী' কারও কথাই ভাববেন ৮৩ বছরের জেন ফন্ডা!
বর্ষিয়ান হলিউড তারকা জেন ফন্ডা জানিয়েছেন, জীবনে আর কোনো 'ডেটিং'য়ে আগ্রহ নেই তার; বিশেষ করে তার বয়সী কোনো পুরুষের সঙ্গে।
আমেরিকান মাসিক ম্যাগাজিন হারপার'স বাজারকে বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে ৮৩ বছর বয়সী এই অভিনেত্রী ও আন্দোলনকর্মী বলেন, 'আমি আর কোনো সম্পর্কে, বিশেষত কোনো শারীরিক সম্পর্কে জড়াতে চাই না। সেই আকাঙ্ক্ষা নেই আমার।'

একা থাকার ব্যাপারে নিজের কাছেই প্রতীজ্ঞাবদ্ধ হওয়া সত্ত্বেও ফন্ডা জানান, 'নারীকে সত্যিকার অর্থেই ভালোবাসতে সক্ষম'- এমন কোনো বুদ্ধিজীবী 'অধ্যাপক কিংবা গবেষকের' দেখা পাওয়ার 'কল্পনা' তিনি করেন!
সেই কল্পনাকে সুনির্দিষ্ট করে তিনি জানালেন, ওই 'লোক' বয়সে তার চেয়ে অবশ্যই ছোট।
'আমি কোনো তরুণকেই চাইব। কথাটা যা-তা শোনাচ্ছে, তাই না? এটা আসলে ত্বকের প্রশ্ন,' বলেন তিনি।

এই 'গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি' তারকা আরও বলেন, অন্য কারও সামনে আর কখনো নগ্ন হতে হবে না বলে তিনি বেশ 'আনন্দিত'।
নিজের পুরনো বৈবাহিক সম্পর্কগুলো নিয়েও কথা বলেন এই তারকা। জীবনের নানা সময়ে ফরাসি পরিচালক রজার ভাদিম, আমেরিকান সমাজকর্মী টম হেইডেন এবং মিডিয়া মোগল টেন টার্নারের স্ত্রী ছিলেন তিনি।

সেইসব সম্পর্কের ইতি ঘটার পর ফন্ডা উপলব্ধি করেন, কোনো ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে তিনি 'আসলেই আর সক্ষম নন।'
'কামিং হোম' অভিনেত্রী জানান, সম্পর্ক ভেঙে যাওয়ার দায় তার প্রাক্তন স্বামীদের নয়, বরং নিজেরই।
তিনি বলেন, 'আমাকে নতুন কিছু শেখাতে পারবে, আমার চেয়ে একেবারেই আলাদা জীবনে অভ্যস্ত- এমন মানুষ আমাকে আকৃষ্ট করত। এ কারণে নিজেকে তার (জীবনসঙ্গীর) কাছে সঁপে দিতাম। তাকে খুশি রাখতে চাইতাম। আর, এটাই কাল হয়েছে।'

ফন্ডার এখন সময় কাটে পরিবেশবাদী আন্দোলন, নারীবাদী কার্যক্রম ও বর্ণবাদবিরোধী আন্দোলনে ব্যস্ত থেকে। একা থাকার এই দিনগুলো বেশ ভালোই উপভোগ করছেন বলে দাবি তার।
ফন্ডা বলেন, 'আমার একা লাগে না। প্রচুর বই পড়ি। প্রচুর লিখি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমি সক্রিয়।'

'আর কোনো স্বামী কিংবা প্রেমিক চাই না; যেমন আছি, তেমনই থাকতে চাই', বলেন তিনি।
- সূত্র: বিজনেস ইনসাইডার