১৫ আগস্ট শোক দিবস পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ। রুলস অব বিজনেস সংশোধন করে এ সংক্রান্ত দায়িত্বের বিধান বিলুপ্ত করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে এটি গেজেটে প্রকাশিত হয়েছে।
রুলস অব বিজনেসের অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্টারিজ অ্যান্ড ডিভিশনস-এর মন্ত্রিপরিষদ বিভাগের কাজের তালিকায় ৯(এ)-আইটেমে ছিল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন।
গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর নিম্নরূপ অধিকতর সংশোধন করেছেন—
উপরোক্ত রুলসের সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্টারিজ অ্যান্ড ডিভিশনস)-এর ক্যাবিনেট ডিভিশন শিরোনামের অধীন আইটেম নং ৯এ ও তার বিপরীতে উল্লিখিত এন্ট্রি বিলুপ্ত হবে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। এ দিন সরকারি ছুটি থাকত এবং এটি 'ক' ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে সারাদেশে পালিত হতো।
গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট শোক দিবস পালন ও ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে।