ইরানে হামলা চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালানোর অনুমতি দেবে না। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল 'আর্মাডা' [রণতরী বহর] উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরও জানান, বিক্ষোভকারীদের ওপর দমন–পীড়নের ঘটনার পর ওয়াশিংটন ইরানের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতাপূর্ণ সামরিক পদক্ষেপে নিজেদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে না দেওয়ার বিষয়ে আমিরাতের অবস্থান ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে আমিরাতের রাজধানী আবুধাবির কাছাকাছি আল-ধাফরা বিমানঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা ও কর্মী অবস্থান করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য হামলার জন্য কোনো ধরনের রসদ সহায়তাও দেবে না আমিরাত। এতে উল্লেখ করা হয়, বর্তমান সংকট মোকাবিলায় 'আলোচনা, উত্তেজনা প্রশমন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকাই' সর্বোত্তম পথ।
