নরসিংদীতে চাঁদা না দেওয়ায় হামলা: আহত ৫ সাংবাদিক, আটক ২
চাঁদা না দেওয়ায় গতকাল নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের হামলায় অন্তত পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন।
এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই সন্দেহভাজনকে থানায় নিয়ে আসে। তিনি বলেন, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহতদের মধ্যে মোহাম্মদ শহিদ গুরুতর আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য আহতদের মধ্যে রয়েছেন এস এম ফয়েজ, মহসিন, সাখাওয়াত কাউসার এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্র্যাব)-এর একজন স্টাফ।
জানা গেছে, ঘটনাটি ঘটে গতকাল বিকেলে যখন ক্র্যাবের সদস্যরা পার্কটিতে একটি পিকনিক শেষে ঢাকা ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পার্কের বাইরে রাস্তার পাশে গাড়ি পার্ক করা ছিল এবং বাসগুলো ছাড়ার মুহূর্তে স্থানীয় অপরাধীরা চাঁদা দাবি করে।
সাংবাদিকরা প্রতিবাদ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর হামলাকারীরা লোক জড়ো করে একটি গণপিটুনির পরিবেশ তৈরি করে এবং পরে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালায়।
বেশ কয়েকজন সাংবাদিকের মাথায় এবং শরীরের গুরুত্বপূর্ণ অংশে আঘাত লেগেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় সাদা পাঞ্জাবি পরা একজন হামলাকারী অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গুলি করার হুমকি দেয়। এমনকি তারা বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করে।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, ঘটনার পরপরই তারা জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করেন।
