চট্টগ্রামে তারেক রহমান, আঞ্চলিক ভাষায় বললেন, ‘অনেরা ক্যান আছন?’
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়ে চাটগাঁইয়া ভাষায় নেতাকর্মীদের খোঁজ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মাইক হাতে নিয়েই তিনি সমবেত জনতাকে জিজ্ঞেস করলেন, 'অনেরা ক্যান আছন?' (আপনারা কেমন আছেন?)। প্রত্যুত্তরে জনসমুদ্র থেকে সমস্বরে আওয়াজ এল—'ভালা আছি' (ভালো আছি)। মুহূর্তেই নেতাকর্মীদের উচ্ছ্বাসে প্রকম্পিত হয়ে ওঠে ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরের এই বিশাল সমাবেশে সরকার গঠন করতে পারলে দেশের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। সমাবেশে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারের নেতাকর্মীরা অংশ নেন।
দুপুর পৌনে ১টার দিকে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান চট্টগ্রামকে 'পুণ্যভূমি' হিসেবে অভিহিত করেন। আবেগময় কণ্ঠে তিনি বলেন, 'আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটা লক্ষ্য সামনে রেখে। অর্থাৎ, একটি পরিবর্তন সামনে রেখে আমরা একত্রিত হয়েছি। এই সেই চট্টগ্রাম, এই সেই পুণ্যভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। এই সেই চট্টগ্রামের পুণ্যভূমি, যেখানে দেশনেত্রী খালেদা জিয়াকে "দেশনেত্রী" উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি ও আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে।'
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে লাল-সবুজের বাসে চড়ে হোটেল রেডিসন ব্লু বে ভিউ থেকে সমাবেশের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বাসের সামনে ও পেছনে ছিল দলীয় নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর। পলোগ্রাউন্ডে যাওয়ার পথে পুরো রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। তারেক রহমান বাসের ভেতর থেকেই হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন। ভিড়ের কারণে বাসটিকে ধীরগতিতে পথ অতিক্রম করতে হয়।
দুপুর ১২টা ২২ মিনিটে তিনি নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে পৌঁছান। মঞ্চে ওঠার ঠিক আগমুহূর্তে গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ১২টা ২৫ মিনিটের দিকে মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সংসদ সদস্য প্রার্থীরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় পলোগ্রাউন্ড। 'তারেক রহমান, তারেক রহমান', 'ভোট দেব কীসে—ধানের শীষে', 'খুশি খুশি লাগছে—তারেক রহমান এসেছে', 'ঈদ ঈদ লাগছে—তারেক রহমান এসেছে'—এমন সব স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো জনসভা।
সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নগরীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে হাজার হাজার মানুষ আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ উপচে জনস্রোত আছড়ে পড়ে আশপাশের সড়কগুলোতে। মিছিলে মিছিলে মুখরিত পুরো এলাকায় জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি শোভা পাচ্ছিল ধানের শীষের প্রতীক।
মঞ্চে বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম অঞ্চলের ২৩টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় লালদিঘী ময়দানে জনসভা করেছিলেন। দীর্ঘ বিরতির পর তার এই আগমনকে ঘিরে বন্দরনগরীতে তৈরি হওয়া রাজনৈতিক প্রাণচাঞ্চল্যকে দলের সাংগঠনিক স্থবিরতা কাটানোর বড় সুযোগ হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
