দুই দশক পর চট্টগ্রামের মঞ্চে তারেক রহমান, নজর কাড়লেন ১৮ কেজির ‘ধানের পোশাক’ পরা নেপাল
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর চট্টগ্রামের পলোগ্রাউন্ডে আয়োজিত জনসভার মঞ্চে দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় তিনি এই জনসভার মঞ্চে ওঠেন। তবে এই ঐতিহাসিক সমাবেশে সবার নজর কেড়েছিলেন মিরসরাই থেকে আসা এক ব্যতিক্রমী সমর্থক নেপাল দাস, যার শরীরজুড়ে ছিল ধানের ছড়া দিয়ে তৈরি বিশেষ এক পোশাক।
মিরসরাইয়ের ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন থেকে আসা নেপাল দাস কেবল একজন সাধারণ সমর্থক নন, বরং ১৯৮৬ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে যুক্ত এক নিবেদিতপ্রাণ কর্মী। প্রায় ১৬ থেকে ১৮ কেজি ওজনের এই 'ধানের পোশাক' ও মাথায় ধানের টুপি পরে ভোর ৬টা থেকে তিনি সমাবেশস্থলে দাঁড়িয়ে ছিলেন। এমনকি গণপরিবহনে আসার সময়ও পোশাকটি নষ্ট হওয়ার ভয়ে তিনি বসার সুযোগ পাননি।
বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা ও নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রবণ নেপাল দাস বলেন, "আমার মতো একজন হিন্দু ছেলের ওপর যদি এত নির্যাতন হয়, তবে দেশের সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে? আমি কোনো টাকা-পয়সার লোভে আসিনি, শুধু তারেক রহমানকে ভালোবেসেই এই কষ্ট সহ্য করছি। আল্লাহর রহমত থাকলে এভাবে ১০ দিন দাঁড়িয়ে থাকতে পারবো।"
ধানের সাজ পরার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, এটি কৃষকের অধিকার এবং স্বনির্ভরতার প্রতীক। ভারত থেকে আসা নিত্যপণ্যের সংকটের বিষয়ে তিনি বলেন, "ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে আমরা খাবো না এমন নয়। আমরা নিজেরাই চাষ করবো, পুনরায় ফসল ফলাবো। আমাদের নিজেদের সামর্থ্য আছে, কারো মুখাপেক্ষী হয়ে আমাদের থাকতে হবে না।"
এদিকে, রোববার সকাল ১১টা ৪০ মিনিটে নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউ থেকে তারেক রহমানকে বহনকারী লাল-সবুজের বাসটি পলোগ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হয়। সমাবেশস্থলে যাওয়ার পথে পুরো রাস্তার দু'পাশে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দেন। তারেক রহমান বাসের ভেতর থেকে হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন। বিপুল উপস্থিতির কারণে বাসটিকে অত্যন্ত ধীরগতিতে চলতে দেখা যায়।
মঞ্চে ওঠার আগে তারেক রহমান সামনে থাকা গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্রীয় নির্বাহী কমিটিসহ চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ জেলা এবং তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের ২৩টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরাও মঞ্চে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণায় এসে লালদীঘি ময়দানে জনসভা করেছিলেন। দীর্ঘ ২০ বছর পর তাঁর এই সফরকে কেন্দ্র করে বন্দরনগরীতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সমাবেশ শেষে নেপাল দাসের মতো সাধারণ কর্মীরাও এক বুক আশা নিয়ে নিজ এলাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
