চট্টগ্রামে তারেক রহমানের সমাবেশ, পলোগ্রাউন্ডে নেতা-কর্মীদের ঢল
দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান। স্লোগান আর মিছিলে উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ এখন জনসমুদ্র। রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকেই চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে আসা নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ জনসভাস্থল।
সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে পলোগ্রাউন্ডের জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই নগরীর বিভিন্ন প্রবেশপথ দিয়ে হাজার হাজার মানুষ আসতে শুরু করেন। নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ উপচে জনস্রোত আছড়ে পড়েছে আশপাশের সড়কগুলোতে। মিছিলে মিছিলে মুখরিত পুরো এলাকা। নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি শোভা পাচ্ছে ধানের শীষের প্রতীক। তারেক রহমানের আগমন ঘিরে বন্দরনগরীতে তৈরি হওয়া এই রাজনৈতিক প্রাণচাঞ্চল্যকে দলের দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটানোর বড় সুযোগ হিসেবে দেখছেন নেতাকর্মীরা।
আজ বেলা সাড়ে ১১টার দিকে নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
জনসভাকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানায়, মঞ্চসহ পুরো এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। মঞ্চ তৈরির কাজ শেষে ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো এলাকায় তল্লাশি চালানো হবে।
সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ বলেন, 'সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর আড়াই থেকে ৩ হাজার সদস্য মোতায়েন থাকবে।'
মূল জনসভায় যোগ দেওয়ার আগে সকালেই হোটেল রেডিসন ব্লুতে 'দ্য প্ল্যান' শীর্ষক একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। 'ইয়ুথ পলিসি টক' নামের এই আয়োজনে তিনি চট্টগ্রামের তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনাগুলো শোনেন।
জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও কয়েকটি নির্বাচনী পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
